Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটবুমরাহদের বোলিং কোচের ক্ষেত্রে গম্ভীরের পছন্দকে নাও মানা হতে পারে

বুমরাহদের বোলিং কোচের ক্ষেত্রে গম্ভীরের পছন্দকে নাও মানা হতে পারে

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার ভারতের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরকে নিয়োগের পর, প্রাক্তন পেসার জাহির খান এবং লক্ষ্মীপতি বালাজিকে জাতীয় দলের বোলিং কোচের পদের জন্য বিবেচনা করা হচ্ছে, বলে সূত্রের খবর। ‘‘বিসিসিআই বোলিং কোচের পদের জন্য জাহির খান এবং লক্ষ্মীপতি বালাজির নাম নিয়ে আলোচনা করছে। বিনয় কুমারের নাম নিয়ে বিসিসিআই আগ্রহী নয়,’’ সূত্র জানিয়েছে। যদিও বিনয় কুমারকে গৌতম গম্ভীর চেয়েছিলেন বলে জানা গিয়েছে। জাহির মেন ইন ব্লু-এর হয়ে ৩১১টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন ৯২ ম্যাচে। সব ফর্ম্যাট মিলে ৩০৯টি ম্যাচে মোট ৬১০টি উইকেট নিয়েছেন। তাঁকে খেলার সেরা বাঁহাতি পেসার হিসেবে বিবেচনা করা হয়।

বালাজি আটটি টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেছেন যেখানে তিনি ৩৭.১৮ গড়ে ২৭ উইকেট তুলে নেন। অন্যদিকে, তিনি ৩০টি ওয়ানডেতে ৩৯.৫২ গড়ে ৩৪ উইকেট পেয়েছেন। ব্যাটিং কোচ ও সহকারি কোচের ক্ষেত্রে গম্ভীরের আবদার বোর্ড মেনে নিলেও বোলিং কোচের ক্ষেত্রে যে সেটা মানা হবে না তা অনেকটাই নিশ্চিত।

গৌতম গম্ভীরকে প্রধান কোচ হিসেবে নিয়োগের পর টিম ইন্ডিয়ার জন্য নতুন সাপোর্ট স্টাফ নিয়োগ করা হচ্ছে। টিম ইন্ডিয়ার বোলিং কোচ পারস মামরের মেয়াদ শেষ হয়েছে।

এর আগে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ মঙ্গলবার ঘোষণা করেছিলেন যে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। এই মরসুমে গম্ভীরের অভিভাবকত্বে কেকেআর তাদের তৃতীয় আইপিএল ট্রফি জিতে নিয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments