Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটট্যুরে প্লেয়ারদের সঙ্গে তাঁদের পরিবারের থাকা নিয়ে পুরনো নিয়মে ফিরতে পারে বোর্ড

ট্যুরে প্লেয়ারদের সঙ্গে তাঁদের পরিবারের থাকা নিয়ে পুরনো নিয়মে ফিরতে পারে বোর্ড

অলস্পোর্ট ডেস্ক: ভারতের দুর্বল ২০২৪-২৫ টেস্ট অভিযানের পরিপ্রেক্ষিতে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) কিছু কঠোর নিয়ম চালু করতে চাইছে বলে জানা গিয়েছে। এখন পর্যন্ত খেলোয়াড়দের পরিবার, বিশেষ করে স্ত্রীদের দীর্ঘ সফরের জন্য তাদের থাকার বিষয়ে স্বাধীনতা ছিল তবে ভারতীয় বোর্ড এখন কিছু কঠোর পরিবর্তন করতে চাইছে। একটি প্রতিবেদন অনুসারে, বিসিসিআই মনে করছে যে বিদেশ সফরে খেলোয়াড়দের পারফরম্যান্স নেতিবাচকভাবে প্রভাবিত হয় যদি তারা তাদের পরিবারের সঙ্গে দীর্ঘ সময় ধরে থাকে। তাই, বোর্ড ২০১৯ সালের আগের নিয়ম পুনরায় চালু করতে চায়, খেলোয়াড়দের সঙ্গে পরিবারের সময় সীমিত করার লক্ষ্যে। একটি প্রতিবেদন অনুসারে, বিসিসিআই ৪৫ দিনের সফরের সময় শুধুমাত্র পরিবার, বিশেষ করে স্ত্রীদের দুই সপ্তাহ খেলোয়াড়দের সঙ্গে থাকার অনুমতি দেবে। শুধু তাই নয়, প্রত্যেক খেলোয়াড়কে দলের অন্যান্য সদস্যদের সঙ্গে টিম বাসে ভ্রমণ করতে হবে। একাকী ভ্রমণকেও বোর্ড অনুমতি দেবে না।

পাশাপাশি গৌতম গম্ভীরেরও স্বাধীনতায় এবার হস্তক্ষেপ করতে চলেছে বোর্ড। বিসিসিআই প্রধান কোচ গৌতম গম্ভীর এবং তাঁর ম্যানেজার গৌরব অরোরার বিরুদ্ধেও এবার সিদ্ধন্ত নিচ্ছে বোর্ড। গম্ভীরের ম্যানেজারকে টিম হোটেলে থাকার অনুমতি দেওয়া হবে না, তাঁকে স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসারও অনুমতি দেওয়া হবে না। ম্যানেজারকে টিম বাসে বা পিছনের বাসে গম্ভীরের সঙ্গে যেতে দেওয়া হবে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বিমান ভ্রমণের সময়, ওজন ১৫০ কেজির বেশি হলে বিসিসিআই খেলোয়াড়দের লাগেজের জন্য বাড়তি অর্থ দেবে না। খেলোয়াড়দের সেই খরচ নিজেদেরই বহন করতে বলা হবে।

ভারতের টেস্ট ও ওডিআই অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর, এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর বিসিসিআই-এর শীর্ষ কর্তাদের পাশাপাশি নবনিযুক্ত সচিব এবং কোষাধ্যক্ষ-সহ একটি বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছিল।

এই মিটিংয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দলের সিনিয়র প্লেয়ারদের ভবিষ্যতও। সেই তালিকায় অবশ্যই রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এছাড়া দলের সাপোর্ট স্টাফদের সময় নিয়ন্ত্রিত করার করার কথাও ভাবা হচ্ছে। যা খুব বেশি হলে তিন বছর করা হতে পারে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments