অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মঙ্গলবার গৌতম গম্ভীরকে সিনিয়র পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা করেছে। রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে গম্ভীরের দায়িত্ব নেওয়ার পর থেকে সাপোর্ট স্টাফ নির্বাচনের বিষয়ে নানা খবর উঠে আসছে। যেখানে দেখা যাচ্ছে গম্ভীরের অনেক পছন্দকেই বাতিল করে দিচ্ছে বোর্ড। রাহুল দ্রাবিড়ের সঙ্গেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এই শেষ হয়েছে কোচিং সাপোর্ট স্টাফদের মেয়াদ। গম্ভীর তাঁর পছন্দের সাপোর্ট স্টাফ নিতে চান তা শুরুতেই জানিয়ে দিয়েছিলেন। তবে সেখানে যে একটা সমস্যা তৈরি হয়েছে তার স্পষ্ট কারণ হেড কোচের নাম ঘোষণা হয়ে গেলেও এখনও সাপোর্ট স্টাফদের নাম জানায়নি বোর্ড। জানা গিয়েছে যে গম্ভীর জন্টি রোডসকে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ হিসাবে নেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু বোর্ড সেই অনুরোধ মেনে নেয়নি। যায় খবর তাতে বিসিসিআই সর্ব ভারতীয় কোচিং স্টাফ চাইছে।
এটি লক্ষণীয় যে সমস্ত সাপোর্ট স্টাফ – ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপের মেয়াদ শেষ হয়েছে ভারতের প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের সঙ্গেই। সর্বভারতীয় সাপোর্ট স্টাফ রাখার বিষয়ে বোর্ডের যে চিন্তাভাবনা তার অর্থ হল টি দিলীপ ভারতের ফিল্ডিং কোচ হিসাবে চালিয়ে যেতে পারেন।
গম্ভীর প্রধান কোচের ভূমিকা গ্রহণ করার সঙ্গে সঙ্গে, তিনি একটি শক্তিশালী ভারতীয় পুরুষ দলকে পাচ্ছেন যারা সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ চ্যাম্পিয়ন হয়েছে এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্যভাবে রানার্স হয়েছে। ২০২৭ সাল পর্যন্ত ভারতীয় দলের হেড কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন গম্ভীর। তাঁর মধ্যে তাঁকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
গম্ভীরের সামনে প্রথম চ্যালেঞ্জটি হল তাঁর জায়গা শক্ত করা এবং ড্রেসিংরুমে এমন খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা যাঁরা একসময় তাঁর সতীর্থ ছিলেন — যেমন রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাঁদের মধ্যে অন্যতম।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার