অলস্পোর্ট ডেস্ক: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সচিব জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হতে চলেছেন। বর্তমান এই দায়িত্বে থাকা গ্রেগ বার্কলের জায়গায় বসবেন বলেই জানা যাচ্ছে। বার্কলে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ার মাইক বেয়ার্ড-সহ আইসিসি পরিচালকদের জানান যে একটি ভিডিও কনফারেন্সের সময় তৃতীয় মেয়াদের জন্য এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার তাঁর কোনও ইচ্ছা নেই। নভেম্বরে তাঁর পরিবর্তে দায়িত্ব নেওয়ার জন্য জয় শাহের ইচ্ছার কথা জানানোর পরে তাঁর সিদ্ধান্ত সামনে আসে। শাহকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডগুলির সমর্থন রয়েছে এবং তাই আইসিসির প্রধান হিসাবে তাঁর দায়িত্ব নেওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
জগমোহন ডালমিয়া (১৯৯৭-২০০০), শরদ পাওয়ার (২০১০-২০১২) আইসিসির প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া এন শ্রীনিবাসন (২০১৪-২০১৫) এবং শশাঙ্ক মনোহর (২০১৫-২০২০) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন। চারজন ভারতীয় যাঁরা আছেন অতীতে আইসিসির প্রধান ছিলেন। শাহ, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্রও, তিনি নভেম্বরে আনুষ্ঠানিকভাবে বার্কলের জায়গা নেওয়ার পর চেয়ারম্যান হিসেবে তৃতীয় ভারতীয় হবেন।
“আইসিসি চেয়ারম্যন গ্রেগ বার্কলে বোর্ডকে নিশ্চিত করেছেন যে তিনি তৃতীয় মেয়াদে দাঁড়াবেন না এবং নভেম্বরের শেষের দিকে তাঁর বর্তমান মেয়াদ শেষ হলে পদ থেকে সরে দাঁড়াবেন। বার্কলেকে নভেম্বর ২০২০ সালে স্বাধীন আইসিসি চেয়ার হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ২০২২ সালে পুনঃনির্বাচিত হন তিনি।”
“বর্তমান পরিচালকদের এখন ২৭ অগস্ট ২০২৪-এর মধ্যে পরবর্তী চেয়ারের জন্য মনোনয়ন দিতে হবে এবং যদি একাধিক প্রার্থী থাকে তবে ১ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হতে চলা নতুন চেয়ারম্যানের জন্য নির্বাচন করা হবে।”
আইসিসির নিয়ম অনুযায়ী, চেয়ারম্যানের নির্বাচনে ১৬টি ভোট থাকে এবং এখন বিজয়ীর জন্য নয়টি ভোটের একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা (৫১%) প্রয়োজন। আগে চেয়ারম্যান হতে হলে ক্ষমতাসীনদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল।
বর্তমানে অক্টোবর ২০২৫ থেকে তিন বছরের বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে যাওয়ার আগে শাহের বিসিসিআই সচিব হিসাবে আরও এক বছর বাকি রয়েছে।
সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত বিসিসিআই গঠনতন্ত্র অনুযায়ী, একজন পদাধিকারী তিন বছরের ছুটির জন্য যাওয়ার আগে ছয় বছর থাকতে পারেন। সব মিলিয়ে, একজন ব্যক্তি ১৮ বছরের ক্রমবর্ধমান সময়ের জন্য দায়িত্বে থাকতে পারেন, ন’টি রাজ্য অ্যাসোসিয়েশনে এবং ন’টি বিসিসিআইতে।
শাহ যদি তাঁর সচিব পদের এক বছর বাকি থাকতে আইসিসিতে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে বিসিসিআইতে তাঁর চার বছর বাকি থাকবে। ৩৫ বছর বয়সে তিনি আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার