অলস্পোর্ট ডেস্কঃ প্রথম ইনিংসে কিছু রানে এগিয়ে থাকার পর অস্ট্রেলিয়াকে ২৮১ রানের টার্গেট দেয় বেন স্টোকসের দল। প্রথম ইনিংসের মতো শেষ ইনিংসেও অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা পিচে টিকে যায়। জয়ের জন্য অনেকটা ভিত গড়ে দিয়ে যান তিনি। তবে একটা সময় পরপর উইকেট হারিয়ে বেশি চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। শেষে প্যাট কামিন্স ও স্পিনার লিয়ন ম্যাচ জেতায়। ইংল্যান্ড ম্যাচ হারলেও বেন স্টোকস অনুশোচনা করছেন না। তাদের খেলার পদ্ধতিও অনেক প্রশংসিত হচ্ছে সর্বমহলে।
ম্যাচ শেষের পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘দলের জন্য সত্যি খুব গর্ব হচ্ছে। আমরা ম্যাচটিকে শেষ দিন পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। এই ম্যাচে এমন কোনও দর্শক নেই যারা নিজেদের চুপ করে বসে থেকেছে। আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না এই ম্যাচে কী হবে। আরও একটা অসাধারণ ম্যাচের অংশ হতে পেরে ভালো লাগছে। অস্ট্রেলিয়া খুব ভালো খেলেছে। আমাদের ছেলেরাও নিজেদের সেরাটা দিয়েছে।’
নিজেদের হারের বিষয়ে ও প্রথম ইনিংসের ৪০০ রান না তুলেই ডিক্লেয়াক ঘোষণা করে ইংল্যান্ড। যা দেখে অনেকেই অবাক হয়। ম্যাচ হারের পর স্বাভাবিক ভাবেই সেই প্রশ্ন যে উঠে আসবে তা বলার অপেক্ষা রাখে না। সেই প্রসঙ্গে স্টোকস বলেন, ‘হার মানে হারই। আমি কোনও রকম অজুহাত দিতে চাই না। কোথায় ব্যর্থ হয়েছি আমরা সেটা খুঁজে বের করাই আমাদের প্রধান টার্গেট। তবে আমাদের পারফরম্যান্স মোটেই খারাপ ছিল না এই ম্যাচে। ছেলেরা নিজেদের সেরাটা দিয়েছে এবং এই ভাবেই নিজেদের খেলাকে এগিয়ে নিয়ে যাব। তবে আমি এটাকে অস্ট্রেলিয়ার উপর ঝাঁপিয়ে পড়ার সুযোগ হিসেবে দেখেছি। আমি একেবারেই মনে করি না ভুল সিদ্ধান্ত নিয়েছি। কারোর পক্ষে শেষ ২০মিনিট ব্যাট করা খুব একটা সহজ না। হয়তো রুট এবং জিমি তাড়াতাড়ি আউট হতে পারত। আমরা ওদের জায়গাতেই থাকতাম।’
জো রুটের খেলা নিয়ে তিনি বলেন, ‘ও যেভাবে খেলেছে তা অসাধারণ। প্রথম আধ ঘণ্টায় জো যে সাহসিকতা দেখিয়েছে তা অবিশ্বাস্য। তবে অবশ্যই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কৃতিত্ব দিতে হবে। পাশাপাশি ব্রড খুব ভালো পারফরম্যান্স করেছে। তবে বুকের উপর তিনটি সিংহের ছবি সবসময় আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। তবে এই ম্যাচে আমরা বেশ কিছু ফিল্ডিং এবং ক্যাচ মিস করেছি। যা না হলে ফলাফল অন্য হতে পারত। পরের ম্যাচে যাতে এই রকম ভুল না হয়, সেই দিকে নজর দেওয়ার চেষ্টা করব।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার