অলস্পোর্ট ডেস্ক: একটি দুর্দান্ত বোলিং প্রচেষ্টা এবং ব্যাটসম্যানদের প্রভাবশালী পারফরম্যান্স বাংলাকে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউটে জায়গা নিশ্চিত করতে সাহায্য করল। বৃহস্পতিবার তাদের শেষ গ্রুপ এ খেলায় রাজস্থানের বিরুদ্ধে সহজ সাত উইকেটে জয়ের সঙ্গে সাত ম্যাচে ছয়টি জয় নিয়ে বাংলার হাতে রয়েছে ২৪ পয়েন্ট। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। প্রথমে ব্যাট করে রাজস্থান নিধার্রিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রানে শেষ করে। জবাবে ব্যাট করতে নেমে ৯ বল পবাকি থাকতে তিন উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে নেয় বাংলা। সাত উইকেটে এই জয়ের সঙ্গেই নকআউটের দরজা খুলে গেল বাংলা ক্রিকেট দলের সামনে।
এদিন আবারও অভিষেক পোড়েল সেরাটা দিয়ে দলকে সাহায্য করেন। তিনি শেষ করেন ৪৮ বলে ৭৮ রান সাতটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি দিয়ে। ম্য়াচের সেরাও হয়েছেন তিনি।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থানের হয়ে তিন নম্বরে নামা কার্তিক শর্মা ৪৬ ও অধিনায়ক মাহিপাল লোমরোর ৪৫ রান করে দলকে কিছুটা ভরসা দেন। কিন্তু বড় রানের জন্য তা যথেষ্ট ছিল না। বাকিদের মধ্যে ওপেনার অভিজিৎ তোমর রানের খাতাই খুলতে পারেননি। ভরত শর্মা ৮, দীপক হুদা ১৭, শুভম গারওয়াল ৪, দীপক চাহার ১১, কমলেশ নাগারকোট ১১। মানভ সুথার ১১ রান করে আউট হন।
এদিনা বাংলার হয়ে বল হাতে সফল মহম্মদ শামি। সর্বোচ্চ তিন উইকেট তুলে নেন তিনি। দুটো করে উইকেট নেন শাহবাজ আহমেদ ও সায়ন ঘোষ। এক উইকেট ঋত্বিক চট্টোপাধ্যায়ের। বোলারদের সাফল্যের পর ব্য়াটারদের দায়িত্ব ছিল সেটাকে ধরে রাখার, যাতে সফল তারা। ওপেনার অভিষেক পোড়েল ৭৮ রান করলেও আর এক ওপেনার করণ লাল ৪ রানে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে ৪৫ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সুদীপ ঘরামি। হাবিব গান্ধী ১ রান করে আউট হয়ে গেলে সুদীপের সঙ্গে খেলা শেষ করেন শাহবাজ আহমেদ। ১৮ রানে অপরাজিত থাকেন তিনি।
১৮.৩ ওভারে ৩ উইকেটে ১৫৪ রান তুলে নেয় বাংলা। রাজস্থানের হয়ে জোড়া উইকেট নেন অনিকেত চৌধরী। এক উইকেট কমলেশ নাগারকোটির।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার