অলস্পোর্ট ডেস্ক: সোমবার বেঙ্গালুরুতে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে চণ্ডিগড়ের বিরুদ্ধে দুর্দান্ত তিন রানে জয়ের পরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। সোমবার টস জিতে প্রথমে বাংলাকে ব্যাট করতে পাঠায় চন্ডিগড়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে বাংলা ৯ উইকেটে ১৫৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৬ রানে শেষ হয়ে যায় চন্ডিগড়। টানটান উত্তেজনার ম্যাচ তিন রানে জিতে নেয় বাংলা।
এদিন ওপেন করতে নেমে অভিষেক পোড়েল ৮ ও করণ লাল ৩৩ রিনা করে ফিরে যান। এরপর সুদীপ কুমার ঘরামি ০, হাবিব গান্ধী১০, ঋত্বিক চট্টোপাধ্যায় ২৮, শাহবাজ আহমেদ ৭, অগ্নিভ পান ৬, প্রদীপ্ত প্রামাণিক ৩০, কনিষ্ঠ শেখ ১ রানে আউট হয়ে যান। ৩২ রানে মহম্মদ শামি ও ১ রানে সায়ন ঘোষ অপরাজিত থাকেন।
চন্ডিগড়ের হয়ে ৪ উইকেট নেন জগজিৎ সিং। ২ উইকেট নেন রাজ বাওয়া ও একটি করে উইকেট নেন নিখিল শর্মা, অমৃত রুবানা ওভাগমেন্দর ব্যাথার। জবাবে ব্যাট করতে নেমে শেষ হল পর্যন্ত লড়াই করে চণ্ডিগড়ের ব্যাংকাররা। দুই উইকেটের পর ব্যাট হিতে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন রাজ বাওয়া। কিন্তু তার কাজে লাগল না।
বল হাতে একাই প্রতিপক্ষকে বিপদে ফেলে দৈন সায়ন ঘোষ। ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন সায়ন। ২ উইকেট নেন কনিষ্ক শেঠ। একটি করে উইকেট নেন মহম্মদ শামি ও শাহবাজ আহমেদ।
বুধবার শেষ আটের লড়াইয়ে বরোদার মুখোমুখি হবে বাংলা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার