Sunday, November 16, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটসুনিধির গানের সঙ্গেই ক্রিকেটের মক্কায় ঢাকে কাঠি বেঙ্গল প্রো লিগ ২০২৫-এর

সুনিধির গানের সঙ্গেই ক্রিকেটের মক্কায় ঢাকে কাঠি বেঙ্গল প্রো লিগ ২০২৫-এর

অলস্পোর্ট ডেস্ক: ঢাকে কাঠি পড়ে গেল বেঙ্গল প্রো লিগ ২০২৫-এর। বুধবার কলকাতার ইডেন গার্ডেনে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল একমাসের এই ক্রিকেট ফেস্টিভ্যাল। আইপিএল শেষ হওয়ার কয়েক দিন পরই শুরু হওয়ায় বাংলার ক্রিকেটের উৎসাহকে ধরে রাখতে সাহায্য করবে এই প্রো লিগ। বাংলার আট জেলার আট দল নিয়ে গত বছর থেকেই শুরু হয়েছে আইপিএল-এর ধাঁচে এই লিগ। যেখানে খেলছেন বঙ্গ সন্তানরা। প্রথমদিনের খেলায় মুখোমুখি হয়েছিল মালদহ ও মুর্শিদাবাদ। ম্যাচ শুরুর আগে এই লিগকে ঘিরে ছিল একগুচ্ছ অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরু হল ট্রফি দিয়ে। আট দলের বাইশ গজের লড়াইয়ের শুরুতে মাঠে ট্রফি নিয়ে প্রবেশ করলেন বাংলার ক্রিকেটের দুই প্রাক্তন তারকা ঝুলন গোস্বামী ও ঋদ্ধিমান সাহা। ততক্ষণে মাঠে উপস্থিত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র পারিষদ দেবাশিস কুমার।  মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত থাকলেও আসতে পারেননি। ছিলেন সিএবির কর্তা, ব্যক্তিরা। তাঁদের মধ্যে অন্যতম স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে ক্রিকেটের মঞ্চে আগুনটা জ্বালিয়ে গেলেন বিখ্যাত বলিউড গায়িকা সুনিধি চৌহান।

ঘণ্টা দেড়েকের অনুষ্ঠানে রীতিমতো ইডেন কাঁপালেন তিনি। বিশাল ইডেনে হাজার পাঁচেক দর্শক দেখলে মনে হবে সামান্যই কিন্তু সুনিধির গানের তালে যখন গলা মেলালেন তখন বোঝা গেল ক্রিকেট আর সঙ্গীত মিশে গেলে যা হয়।

বিড়ি জ্বালাইলে থেকে বুমরো, বলম শামে থেকে ক্রেজি কিয়া রে গানের তালে সুনিধি চৌহানের সঙ্গে মাতল পুরো ইডেন। আর সেখান থেকেই শুরু হয়ে গেল বেঙ্গল প্রো   টি টোয়েন্টি লিগের দ্বিতীয় অধ্যায়। এক্কেবারে আইপিএল-এর ধাঁচেই ঝাঁচকচকে এক উদ্বোধনী অনুষ্ঠান যেন বার্তা দিয়ে গেল। এগারো জুন থেকে ২৮ জুন কলকাতার ঘরোয়া ক্রিকেটের টি টোয়েন্টি যুদ্ধ চলবে। ছেলেরা খেলবে ইডেনে ও মেয়েরা যাদবপুর ইউনিভার্সিটির মাঠে।

এদিন মাঠে ছিলেন সব দলের অধিনায়করা। অনুষ্ঠান শেষে সুনিধিকে সংবর্ধনাও জানাল সিএবি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments