Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটসৌরভ, ঝুলনের উপস্থিতিতে বেঙ্গল প্রো টি২০ লিগের ঢাকে কাঠি

সৌরভ, ঝুলনের উপস্থিতিতে বেঙ্গল প্রো টি২০ লিগের ঢাকে কাঠি

অলস্পোর্ট ডেস্ক: বাংলায় ক্রিকেট নিয়ে নতুন উদ্যোগে তিনি থাকবেন সেটাই স্বাভাবিক কারণ আজও তিনিই বাংলার ক্রিকেটের অন্যতম মুখ। এদিন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনে যেন মঞ্চ থেকে পরিচালনা করলেন তিনিই। কোথাও একটা খামতি থেকে যাচ্ছিল সেটা ঠান্ডা মাথায় সামলে দিলেন তিনিই। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। অ্যাঙ্করকে দিয়ে বলিয়ে নিলেন কাকে কাকে মঞ্চে ডাকতে হবে। বোঝাই গেল তাঁর তালিকায় মনোজ, লক্ষ্মীরা ছিলেন না। শহরের এক পাঁচতারা হোটেলে জাঁকজমকের সঙ্গেই ঢাকে কাঠি পড়ে গেল বাংলার টি-টোয়েন্টি লিগের।

শুক্রবার সন্ধেয় সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়, ভারতের কিংবদন্তি এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কিংবদন্তি বোলার ঝুলন গোস্বামী শুক্রবার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন করেন।

এমন উদ্যোগ নিতে পেরে স্বাভাবিকভাবেই খুশি সিএবি সভাপতি। তিনি বলেন, “আমি সব কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি এবং এই লিগকে একত্রিত হতে সাহায্য করার জন্য জড়িত সকলকে ধন্যবাদ জানাতে চাই। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ একটি মার্কি লিগে পরিণত হতে চলেছে। এই লিগ বাংলার প্রতিভাকে তুলে আনতে সাহায্য করবে। আগামী দিনের জন্য আমি সমস্ত খেলোয়াড়দের শুভকামনা জানাই যারা আটটি দলের প্রতিনিধিত্ব করবে।

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আসন্ন লিগের জন্য সমস্ত খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন এবং তাঁর বিশ্বাস আগামী বছরগুলিতে লিগটি নতুন উচ্চতা অর্জন করবে।

তিনি বলেন, “এটি একটি নতুন যুগ। আমরা বিশেষ কিছুর সাক্ষী হচ্ছি। টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিটি দিন উন্নতি করছে এবং বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের সূচনা অবশ্যই আগামী দিনে বাংলা ক্রিকেটকে সাহায্য করবে। আমি আশা করি পুরুষ ও মহিলা ক্রিকেটাররা এর থেকে উপকৃত হবেন। আইপিএল ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে আমি আশা করি আগামী বছরগুলিতে বাংলার ছেলে, মেয়েরা আউপিএল-এ খেলার সুযোগ পাবেন। আমি সমস্ত খেলোয়াড়দের জন্য শুভকামনা জানাই।”

একই কথার প্রতিধ্বনি করলেন ভারতের কিংবদন্তি বোলার ঝুলন গোস্বামীও। “বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ লঞ্চের সাক্ষী হতে পারা সত্যিই অসাধারণ অনভূতি। এটি সম্ভব করার জন্য আমি সিএবি-কে ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি সব খেলোয়াড়রা যারা অংশগ্রহণ করবে তাদের সেরাটা দেবে এবং তাদের দলের জন্য য় তুলে আনবে। এই লিগ আগামী বছরগুলিতে আইপিএল এবং মহিলা প্রিমিয়ার লিগে প্রতিনিধিত্ব করবে এমন বাংলার আরও প্রতিভাকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে,” ঝুলন বলেছেন।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের বহুল প্রতীক্ষিত উদ্বোধনী সংস্করণ ১১ জুন শুরু হতে চলেছে যেখানে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই আটটি করে ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। দেখে নেওয়া কোন কোন জেলা থেকে কী নাে খেলবে এই আট দল এব তাদের মার্কি প্লেয়ারই বা কাঁরাঃ

লাক্স ইন্ডাস্ট্রিজ এবং শ্যাম স্টিল কনসোর্টিয়াম: কলকাতা রয়্যাল টাইগার্স – অভিষেক পোরেল এবং মিতা পল

জিডি মাইনিং: হারবার ডায়মন্ডস– মনোজ তিওয়ারি এবং সুকন্যা পারিদা

রশ্মি গ্রুপ: রশ্মি মেদিনীপুর উইজার্ডস – অভিমন্যু ঈশ্বরন এবং রিচা ঘোষ

সার্ভোটেক পাওয়ার সিস্টেম : সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স – আকাশ দীপ এবং প্রিয়াঙ্কা বালা

শ্রাচি গ্রুপ : রার টাইগার্স – শাহবাজ আহমেদ ও তিতাস সাধু

অ্যাডামাস ইউনিভার্সিটি: অ্যাডামাস হাওড়া ওরিয়র্স – অনুস্টুপ মজুমদার এবং ধারা গুজ্জর

সোবিস্কো লিমিটেড: মালদা সোবিস্কো স্ম্যাশার্স, মুকেশ কুমার এবং হৃষিতা বসু

প্রীতম ইলেক্ট্রিক্যালস অ্যান্ড জালান বিল্ডার্স কনসোর্টিয়াম: মুর্শিদাবাদ কিংস – সুদীপ কুমার ঘরামি এবং দীপ্তি শর্মা

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments