Tuesday, February 18, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটবেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কেকেআর

বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কেকেআর

নিজস্ব সংবাদদাতাঃ শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছেন। পাওয়া যাবে না সাকিব আল হাসানকেও। স্কোয়াডের দুই অভিজ্ঞ ক্রিকেটারকে হারিয়ে কেকেআর মরিয়া হয়ে ব্যাকআপের খোঁজে নামে। এই অবস্থায় ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হয় যে, তারা শাকিবের পরিবর্ত হিসেবে দলে নিচ্ছে জেসন রয়কে। 

ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানকে অবশ্য নিজেদের প্রথম হোম ম্যাচে পাচ্ছে না কেকেআর। বরং গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআরের পরবর্তী অ্যাওয়ে ম্যাচের আগে সরাসরি আমদাবাদে দলের সঙ্গে যোগ দিতে পারেন ব্রিটিশ তারকা। তাই টপ অর্ডার ব্যাটিং নিয়ে চিন্তা কিছুটা কমবে কোচের। এই মরশুমে চোটের কারণে কেকেআর জার্সি গায়ে মাঠে নামতে পারছেন না অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন নীতিশ রানা।কিন্তু প্রথম ম্যাচেই হেরে বেজায় চাপে নাইটরা। ব্যাটিং বিভাগে বেঙ্কটেশ আইয়ার এবং আন্দ্রে রাসেল ভালো পারফর্ম করলেও বাকিরা সেইভাবে রান পাননি।এমন অবস্থায় ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া তারা। বোলিংয়ে লকি ফার্গুসন নেটে প্র্যাক্টিস শুরু করেছেন। কালকের ম্যাচে তিনি সুযোগ পাবেন কিনা দেখার অপেক্ষায় সমর্থকরা।

অপরদিকে মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে বেঙ্গালুরু। প্রথম ম্যাচেই অধিনায়ক ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলি রান করে দলকে জয় এনে দিয়েছেন। দলে রয়েছেন বাংলার দুই ক্রিকেটার শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার। দীনেশ কার্তিকও নিজের পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন। কারনেই মাঠ তাঁর কাছে নতুন নয়। এই অবস্থায় ম্যাচ যে আকর্ষণীয় হবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। তাই ভর্তি ইডেনে সমর্থকদের সামনে ভালো পারফরম্যান্সের চেষ্টা করবে কেকেআর শিবির।          

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments