অলস্পোর্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের শেষে স্কোর বোর্ডের দিকে তাকালে দেখা যাবে প্রথম ও দ্বিতীয় ইনিংসে ভারত ও অস্ট্রেলিয়ার দলগত রানের খতিয়ান ১৫০, ১০৪, ৪৮৭, ২৩৮। শুরুটা সমানে সমানে হলেও শেষটা দাপটের সঙ্গেই করল যশপ্রীত বুমরাহর ভারত। কথায় আছে যার শেষ ভাল তার সব ভাল। আর এর সঙ্গেই অস্ট্রেলিয়ার মাটিতে রানের দিক থেকে সব থেকে বড় ব্যবধানে জিতে ইতিহাস তৈরি করল ভারতীয় ক্রিকেট দল। সঙ্গে এই ম্যাচের প্রাপ্তি একাধিক নতুন মুখ, যাঁরা প্রমাণ তো করলেনই সঙ্গে ফর্মে ফিরলেন বিরাট কোহলিও। এই ম্যাচ এই ভারতীয় ক্রিকেট দলের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ নিউজিল্যান্ড সিরিজের পর প্রভূত সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতীয় টেস্ট দলকে। সেখান থেকে বেরিয়ে আসতে এই জয় খুবই দরকার ছিল। আর ২৯৫ রানে জয়ের সঙ্গেই বর্ডার-গাভাস্কার ট্রফি শুরু করে দিল ভারত। সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবলের শীর্ষস্থান আবার ফিরে পেল।
২৯৫ রানে জয়ের বিকেলে যশপ্রীত বুমরাহর অধিনায়কত্বের প্রশংসা করতেই হচ্ছে। এক কথায় রোহিত শর্মা পরবর্তী সময়ে ভারতীয় টেস্ট ক্রিকেটের হাল ধরার জন্য তৈরি বুমরাহ। অসাধারণ অধিনায়কত্ব করলেন সঙ্গে নামের পাশে লিখে নিলেন আট উইকেটও। টস জিতে প্রথম ব্যাটিং নিয়ে শুরু হয়েছিল ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই। কিন্তু শুরুটা মোটেও ভাল হয়নি। তবে হাল ছাড়েননি অধিনায়ক। ম্যাচ শেষে জানিয়ে দিলেন, ২০১৮ সালে খেলার অভিজ্ঞতা থেকেই তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। যার ফল দেখাই যাচ্ছে।
প্রথম ইনিংসে ১৫০ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং। সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তো ভারতকে শুধু টি২০ খেলারও পরামর্শ দিয়ে বসেছিলেন। তার পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে দল অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অল আউট করে। দ্বিতীয় ইনিংসের জন্য লেখা হয়ে গিয়েছিল অন্য গল্প। যা দেখা গেল সেই ব্যাটারদের ব্যাটে যাঁরা প্রথম ইনিংসে রানই করতে পারেননি। ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল (১৬১) ও লোকেশ রাহুলের (৭৭) ২০১ রানের পার্টনারশিপই বাকিদের আত্মবিশ্বাসী করে দিয়েছিল। তার পর কোহলির অপরাজিত ১০০। তিন অসাধারণ ব্যাটিংয়ের উপর দাঁড়িয়ে ভারত পৌঁছে গিয়েছিল ৪৮৭ রানে। অপেক্ষা ছিল বিরাটের সেঞ্চুরির। তিনি সেটা সম্পূর্ণ করতেই ওভারের তিন বল বাকি থাকতেই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক।
এর পর ৫০০-র উপর রান তাড়া করতে নামে অস্ট্রেলিয়া, হাতে ছিল পুরো দু’দিন। তৃতীয় দিন অস্ট্রেলিয়া শেষ করেছিল ১২-৩-এ। চতুর্থ দিন ২৩৮ রানে অল আউট হয়ে গেল। অস্ট্রেলিয়ার হয়ে নাথান ম্যাকসোইনি ০, ইসমান খোয়াজা ৪, প্যাট কামিন্স ২, মার্নাস লাবুশেলন ৩, স্টিভেন স্মিথ ১৭, ত্রাভিস হেড ৮৯, মিচেল মার্শ ৪৭, অ্যালেক্স ক্যারি ৩৬, মিচেল স্টার্ক ১২, নাথাল লিয়ঁ ০ রানে আউট হয়ে যান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। দুই উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন হর্ষিত রানা ও নীতিশ কুমার রেড্ডি। ম্যাচের সেরা ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার