অলস্পোর্ট ডেস্ক: শনিবার ব্রিসবেনের গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্টের প্রথম দিন প্রবল বৃষ্টির কারণে খেলা প্রায় হলই না বলা যায়। টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠানো ভারত অধিনায়ক রোহিত শর্মাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে ঠিকই, কিন্তু তিনি ঠিক না ভুল তা প্রমাণ করতে হাতে এখনও অনেকটাই সময় আছে। বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিনই শুরুতেই প্রায় খেলা ভেস্তে গেল বৃষ্টির জন্য।১৫ ওভারও খেলা গড়াল না। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া খেলা বন্ধ হওয়া পর্যন্ত ২৮/০-তে থামে। ষষ্ঠ ওভার থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ওপেনিং সেশনে ওপেনার উসমান খোয়াজা (১৯ ব্যাটিং) এবং নাথান ম্যাকসুইনি (৪ ব্যাটিং) ক্রিজে রয়েছে।
শনিবার ব্রিসবেনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনে কোনও খেলা সম্ভব না হওয়ায় পরের দিনের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ট্রেলিয়া ১৩.২ ওভারে কোনও উইকেটে না হারিয়ে ২৮ রান করেছে। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে অপরাজিত আছেন উসমান খাজা (১৯*) এবং নাথান ম্যাকসুইনি (৪*)। ভারতের হয়ে এদিন যশপ্রীত বুমরাহ ৬ ওভার বল করে ৮ রান দেন, মহম্মদ সিরাজ ৪ ওভার বল করে ১৩ রান দেন এবং আকাশদীপ ৩.২ ওভার বল করে ২ রান দেন।
বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-এর প্রথম দুই টেস্ট গিয়েছে দুই দলের পক্ষে। প্রথম টেস্ট দাপটের সঙ্গে ২৯৫ রানে জিতে নিয়েছিল ভারত কিন্তু দ্বিতীয় টেস্টে মুখ থুবড়ে পড়তে হয় রোহিতদের। সেটি ছিল পিঙ্ক বল টেস্ট। সেখানে শেষ পর্যন্ত ভারত ১০ উইকেটে হেরে যায়। এই অবস্থায় সিরিজ ১-১ রেখেই তৃতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া।
এই ম্যাচে দলে দুটো পরিবর্তন এনেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রবিচন্দ্রন অশ্বিন ও হর্ষিত রানাকে বসিয়ে দলে আনা হয়েছে রবীন্দ্র জাডেজা ও আকাশদীপকে।
ভারতীয় দল: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, নীতীশ রেড্ডি, আকাশ দীপ, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার