অলস্পোর্ট ডেস্ক: নিজেদের তৈরি পিচে নিজেরাই ধরাশায়ী অজিরা। ভারতকে বিপদে ফেলতে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেখানেই মুখ থুবড়ে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিন পার্থে ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং। গেল গেল রব উঠে গিয়েছিল বিশেষজ্ঞ মহলে। ধরেই নেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভরাডুবি হতে চলেছে ভারতীয় টেস্ট দলের। কেউ কেউ তো ভারতকে শুধু টি২০ দলই আখ্যা দিয়ে দিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া ব্যাট করতে নামতেই বল হাতে ভারত দেখিয়ে দিল আসলে পিচটা তাঁদের। প্রথম দিনের শেষে ৬৭-৭-এ শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ১০৪ অল আউট হয়ে গেল অজিদের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ২১৮ রানে এগিয়ে ভারত।
দ্বিতীয় দিন ৬৭-৭ নিয়ে ব্যাট করতে নেমে দলগত ৭০ রানে অ্যালেক্স ক্যারি (২১), ৭৯ রানে লিয়ঁ (৫) ও ১০৪ রানে মিচেল স্টার্ক (২৬) ফিরতেই ব্যাট হাতে পুরো অস্ট্রেলিয়া দল ব্যর্থ হয়ে ফিরে যায় প্যাভেলিয়নে। খেলে মাত্র ৫১.২ ওভার। ভারতীয় বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি অস্ট্রেলিয়ার তাবড় তাবড় বোলাররা। একা বুমরাহই ভেঙে দেন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের মেরুদণ্ড। ১৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। অভিষেকেই নিজের নামে তিন উইকেট লিখিয়ে নেন হর্ষিত রানা। ২ উইকেট নেন মহম্মদ সিরাজ।
দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাট করতে নেমে পড়তে হয় ভারতকে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার মতোই পুরো ভারতীয় ব্যাটিং ব্যর্থতার নজির রাখলেও দ্বিতীয় ইনিংসে অন্য ভারতকে দেখা গেল যে যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি, এদিন তাঁকে আটকানোর কোনও পথ্য ছিল অজি বোলারদের কাছে। তাঁকে যোগ্য সঙ্গত আর এক ওপেনার লোকেশ রাহুলের।
জয়সওয়াল ১৯৩ বলে ৯০ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারিতে। তৃতীয় দিনের শুরুতে ধরেই নেওয়া যায় নিজের সেঞ্চুরিটি সম্পূর্ণ করে ফেলবেন যশস্বী। কারণ তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই। হাতে থাকবে আরও দুই দিন। অন্যদিকে হাফ সেঞ্চুরি সেরে ফেলেছেন কেএল রাহুলও। তাঁর ফর্ম নিয়ে আবারও কথা ওঠার আগেই মুখ বন্ধ করে দিয়েছেন তিনি। তিনি দিনের শেষে চারটি বাউন্ডারি হাঁকিয়ে ১৫৩ বলে ৬২ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সামনেও রয়েছে বড় রানের সুবর্ণ সুযোগ।
অস্ট্রেলিয়া বোলাররা দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে কোনও সাফল্য পাননি। দিনের শেষে ভারত ৫৭ ওভার ব্যাট করে ১৭২-০।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার