অলস্পোর্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ ভারত জিতে নিলে এই ম্যাচের বেশিরভাগটাই লেখা থাকবে সেঞ্চুরিয়ন যশস্বী জয়সওয়ালের নামে। সঙ্গে বোলারদের কৃতিত্ব তো থাকবেই। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি যেভাবে ভারতকে ব্যাট হাতে লড়াইয়ে ফেরালেন তা প্রশংসনীয়। নবাগত এই ব্যাটারকে ঘিরে স্বপ্ন দেখার শুরু হয়েছে আগে থেকেই। আর তিনি সেই স্বপ্নে জল ঢালেননি বরং প্রতিবার নিজেকে আরও উন্নত পর্যায়ে নিয়ে গিয়ে প্রমাণ করেছেন। যে পিচে পুরো দল প্রথম ইনিংসে ১৫০ রানে অল-আউট হয়ে গিয়েছিল সেই পিচেই দ্বিতীয় ইনিংসে ১৫০ রানের ব্যক্তিগত স্কোর পেরিয়ে গেলেন তিনি। দিনের শেষে ভারতের বড় প্রাপ্তি সেঞ্চুরি করে বিরাটের ফর্মে ফেরা। ৫৩৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করল ভারত। এবার কাজ বোলারদের।
টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া ভারতের প্রথম ইনিংসে ১৫০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১০৪ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে লড়াই শুরু করেন দুই ওপেনার জয়সওয়াল ও রাহুল। তাঁরা দিন শেষ করেন ১৭২-০-তে। তৃতীয় দিনের শুরুতে যখন ব্যাট করতে নামেন যশস্বী তখন তাঁর নামের পাশে ৯০ রান রয়েছে। অন্যদিকে কেএল রাহুল দাঁড়িয়ে ৬২ রানে। একরাশ আত্মবিশ্বাস নিয়েই তৃতীয় দিন ব্যাট করতে নেমেছিলেন ভারতের দুই ওপেনার। রাহুল ৭৭ রানে প্যাভেলিয়নে ফিরে গেলেও আগের দিন যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন জয়সওয়াল। তাঁর ব্যাটের দাপটে অসহায় দেখাল অজি বোলারদের।
তৃতীয় দিন লাঞ্চের পর যখন যশস্বী থামলেন তখন তাঁর নামের পাশে ২৯৭ বলে ১৫টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারিসহ ১৬১ রান লেখা হয়ে গিয়েছে। ততক্ষণে অবশ্য তিন নম্বরে ব্যাট করতে নেমে ফিরে গিয়েছেন দেবদত্ত পাড়িক্কল। তাঁর সংযোজন মাত্র ২৫ রান। এর পর চার নম্বরে ব্যাট করতে নেমে ভারতের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বের পাশাপাশি নিজেকে নতুন করে প্রমাণ করারও দায়িত্ব ছিল বিরাট কোহলির সামনে। তিনি সেই প্রচেষ্টায় সফল। তাঁর পর নেমে ১ রানে ঋষভ পন্থ ও ১ রানে ধ্রুব জুড়েল ফিরে যান প্যাভেলিয়নে। এর পর বিরাটের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু ২৯ রানে আউট হয়ে যান তিনি।
টি ব্রেকের পর ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। এর পর বিরাট কোহলির সঙ্গে ব্যাট করতে নামেন নীতীশ কুমার রেড্ডি। অভিষেকেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। এদিনও শেষ বেলায় অপরাজিত ৩৮ রান যোগ করলেন ভারতের জন্য়। সঙ্গে এই ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলির ফর্মে ফেরা। ১৪৩ বলে আটটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করলেন তিনি। তার সঙ্গেই ৪৮৭-৬-এ ইনিংস ঘোষণা করে দিলেন অধিনায়ক বুমরাহ। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জোশ হেজেলউড, প্যাট কামিন্স, মিচেল মার্শ। দুই উইকেট নেন নাথান লিয়ঁ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া ব্যাটিং। প্রথম ওভারের চতুর্থ বলেই শূন্য রানে নাথান ম্যাকসোয়েনিকে ফেরালেন বুমরাহ। এর পর চতুর্থ ওভারে প্যাট কামিন্সকে (২) ফেরালেন মহম্মদ সিরাজ ও পঞ্চম ওভারে আবার বুমরাহ ম্যাজিক মাঠ ছাড়তে হল মার্নাস লাবুশাগনেকে (৩)। ৪.২ ওভারে দিনের শেষে অস্ট্রেলিয়া ১২-৩। ৫২২ রানে পিছিয়ে অজিরা, হাতে রয়েছে দুই দিন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার