অলস্পোর্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-এর প্রথম ম্যাচের প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়েছিল ভারত। একই অবস্থা হয়েছিল অস্ট্রেলিয়া দলেরও। তার পর দ্বিতীয় ইনিংসে দাপট দেখিয়ে রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। রোহিতহীন ভারতকে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন যশপ্রীত বুমরাহ। দ্বিতীয় ম্যাচ বিখ্যাত পিঙ্ক বল টেস্ট। এবং এই ম্যাচেই দলে ফিরে এসেছেন রোহিত শর্মা। সঙ্গে চোট সারিয়ে ফিরেছেন শুভমান গিল। এছাড়া সব থেকে বড় চমক রবিচন্দ্রন অশ্বিনের প্রথম একাদশে জায়গা করে নেওয়া। তাঁর অভিজ্ঞতাই তাঁকে দলে ফিরিয়ে এনেছে। উইনিং কম্বিনেশন ভাঙাটা সহজ না হলেও, ভারতীয় টিম ম্যানেজমেন্ট বড় ঝুঁকি নিয়েছে দলে তিনটি পরিবর্তন করে। তবে কেএল রাহুলে জন্য ওপেনিং স্লট ছেড়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রোহিত শর্মা। যদিও আবারও প্রথম ইনিংসে ভারতকে সেই ব্যাটিং বিপর্যয়ের মুখেই পড়তে দেখা গেল। দিনের শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রানের খাতা না খুলেই ম্যাচের প্রথম বলে প্যাভেলিয়নে ফিরে যা যশস্বী জয়সওয়াল। আর এক ওপেনার কেএল রাহুল দু’বার আউট হওয়া থেকে বেঁচে গিয়েও বড় রানে পৌঁছতে পারেননি। তাঁর সংযোজন ৩৭ রান। তিন নম্বরে নেমে ৩১ রান করে আউট হন শুভমান গিল। চোটের জন্য প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। মাত্র ৭ রানে ফেরেন বিরাট কোহলি। যা নিয়ে সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি হয়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে তাঁর টেকনিক নিয়েও।
এছাড়া ঋষভ পন্থ ২১, রোহিত শর্মা ৩, নীতিশ রানা ৪২, রবিচন্দ্রন অস্বিন ২২, হর্ষিত রানা ০, যশপ্রীত বুমরাহ ০ রানে আউট হয়ে যান। ফিরে এসে হতাশ করলেন রোহিত শর্মাও। ৪৪.১ ওভারে ১৮০ রানে অলআউটে হয়ে যায় ভারত। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত ১৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮০।
এদিন বল হাতে দাপট দেখান মিচেল স্টার্ক। একাই তুলে নেন ৬ উইকেট। দুটো করে উইকেট নেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভারতের থেকে ভালই করে দেল। ওপেনার উসমান খোয়াজাকে ১৩ রানে ফেরান যশপ্রীত বুমরাহ। দিনের খেলা শেষ হওয়ার পর্যন্ত আর উইকেট বাড়াতে পারেনি ভারত। ৩৮ রানে নাথান ম্যাকসোয়েনি ও ২০ রানে মার্নাস লাবুশেন ক্রিজে রয়েছেন। ৩৩ ওভারে ৮৬-১-এ দিন শেষ করল অস্ট্রেলিয়া। এখনও ভারতের থেকে ৯৪ রানে পিছিয়ে রয়েছে। এদিন আবার অস্ট্রেলিয়া ইনিংসের মাঝে ফ্লাড লাইট বন্ধ হয়ে যায় হঠাৎ। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি খেলা শুরু করতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার