অলস্পোর্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট যা নিয়ে গোটা বিশ্ব মুখিয়ে থাকে সেটা হল পিঙ্ক বল টেস্ট বা দিন-রাতের ম্যাচ, সেখানে আবারও মুখ থুবড়ে পড়ল ভারত। প্রথম ইনিংসে প্রথম দিনই ১৮০ রানে ধরাশায়ী হওয়ার পর জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৮৬-১-এ থেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু প্রথম টেস্টের মতো নজির রাখলেন না অজিরা বরং দ্বিতীয় দিন দাপটের সঙ্গে খেলে ভারতকে প্রথম ইনিংসে অনেকটাই পিছনে ফেলে ৩৩৭ রানে থামে। দ্বিতীয়দিন ভারত দ্বিতীয় ইনিংসে থামে ১২৮-৫-এ। তৃতীয়দিন ভারতের সামনে বড় লড়াই। ক্রিজে ছইলেন নীতিশ রেড্ডি, যিনি প্রথম ইনিংসে ব্যাট হাতে কিছুটা ভরসা দিয়েছিলেন।
প্রথম দিনই ফিরে গিয়েছিলেন উসমান খোয়াজা। এর পর নাথান ম্যাকসোয়েনি ৩৯ ও স্টিভ স্মিথ ২ রান করে আউট হয়ে যাওয়ার পর মার্নাস লাবুশেনের পর অসি ব্যাটিংয়ের হাল ধরেন ত্রাভিস হেড। বাকি কাজটা তিনিই করে দেন প্রায় শেষ পর্যন্ত। দলের অন্যরা আর বিশেষ কিছুই করতে পারেননি। লাবুশেন ফেরেন ৭৪ রানে। এছাড়া ম্চেল মার্শ ৯, অ্যালেক্স ক্যারি ১৫, প্যাট কামিন্স ১২, মিচেল স্টার্ক ১৮ ও স্কট বোল্যান্ড ০ রানে আউট হয়ে যান। তার মধ্যেই অবশ্য উজ্জ্বল উপস্থিতি ত্রাভিস হেডের।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষে ত্রাভিস হেডের নামের পাশে জ্বল জ্বল করছো ১৪১ বলে ১৪০ রান। এক কথায় টি২০ ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১৭টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি দিয়ে। ভারতের হয়ে চারটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নীতীশ কুমার রেড্ডি ও রবিচন্দ্রন অশ্বিনের। দ্বিতীয় দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়তে হয় ভারতকে। তবে দিনের শেষ পর্যন্ত কোনও আশা জাগাতে পারেননি ভারতের ব্যাটাররা।
দুই ওপেনার থেকে ভারতের টপ অর্ডার আবার ব্যর্থ। যশশ্বী জয়সওয়াল ২৪, কেল রাহুল ৭, শুভমান গিল ২৮, বিরাট কোহলি ১১ ও রোহিত শর্মা ৬ রানে ফিরে যান দিনের শেষে। যে রাহুলের জন্য নিজের স্বাচ্ছ্বন্দ্যের জায়গা ছেড়ে দিয়েছিলেন রোহিত শর্মা তিনি এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে প্রথম ম্যাচে না খেলা তিন প্লেয়ার এই ম্যাচে দলে ফিরেছেন, তাঁদের মধ্যে অন্যতম শুভমান ও রোহিত, দু’জনেই ব্যর্থ। আর এক পরিবর্ত অশ্বিন এখনও সেরাটা দিতে পারেননি। ভারত থামে ১২৮-৫-এ। অস্ট্রেলিয়ার হয়ে দুটো করে উইকেট নেন বোল্যান্ড ও কামিন্স। এক উইকেট স্টার্কের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার