অলস্পোর্ট ডেস্ক: রবিবার চতুর্থ দিনের শুরুতে ভারত ব্যাট করতে নামলেও এটা নিশ্চিত ছিল যে বেশিক্ষণ ক্রিজে থাকা সম্ভব হবে না। কারণ শেষ উইকেটে ব্যাট হাতে বেশিক্ষণ লড়াই করা সম্ভব নয়। এই অবস্থায় ১০৪ থেকে নিজের রানকে ১১৪-তে নিয়ে গেলেন নীতীশ রেড্ডি। তিনি আউট হতেই শেষ হল ভারতের প্রথম ইনিংস। ৪ রান করে অপরাজিত থাকলেন মহম্মদ সিরাজ। তৃতীয়য ব্যাট হাতে যে দাপট দেখিয়েছেন ভারতের নীতীশ ও ওয়াশিংটন সুন্দর তার পর বোলারদের জন্য লড়াইটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। যার প্রমাণ রাখলেন বুমরাহ, সিরাজ, আকাশদীপরা। প্রথম ইনিংসে ভারত থামে ৩৬৯ রানে, অস্ট্রেলিয়ার থেকে ১০৫ রানে পিছিয়ে।
চতুর্থদিনের শুরুতেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয় অস্ট্রেলিয়াকে। তাদের কাছে বাড়তি পাওনা ১০৫ রানে এগিয়ে থাকা। সঙ্গে আরও কিছু রান যোগ করতে পারলে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের উপর বড় চাপ তৈরি করাটাই লক্ষ্য হবে স্বাভাবিকভাবেই। তার পর হাতে পড়ে থাকবে আর মাত্র একটা দিন। সেই অবস্থায় ম্যাচের ফল যা কিছু হতে পারে। বর্তমানে বেশিরভাগ সময়ই দেখা যায় টেস্ট ম্যাচ পাঁচ দিন পর্যন্ত গড়ায় না। তবে বক্সিং ডে টেস্ট অনেকটাই আলাদা। শেষ দিনে এই ম্যাচের ফল যা কিছু হতে পারে। অস্ট্রেলিয়া বা ভারতের মধ্যে কোনও একটা দল জিততে পারে বা ড্র হতে পারে। যার ফলে শেষ দিন দুই দলই জয়ের লক্ষ্যে নামবে এবং লড়াই যে হাড্ডাহাড্ডি জায়গায় পৌঁছবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
চতুর্থ দিনের শুরুতেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের দাপট দেখাতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটাররা। দুই ওপেনার স্যাম কোনস্টাস ৮ ও উসমান কোয়াজা ২১ রানে আউট হয়ে যান। তার পর অনেকক্ষণ ক্রিজে টিকে থাকার চেষ্টা করতে দেখা যায় মার্নাস লাবুশেনকে। তিনি ৭০ রানের ইনিংস খেলেন। কিন্তু উল্টোদিকে তাঁকে সাহায্য করার মতো কাউকে পাওয়া যায়নি। স্টিভেন স্মিথ ১৩, ত্রাভিস হেড ১, মিচেল মার্শ ০, অ্যালেক্স ক্যারি ২, প্যাট কামিন্স ৪১ ও মিচেল স্টার্ক ৫ রান করে আউট হয়ে যান।
দিনের শেষে অস্ট্রেলিয়া ২২৮-৯। ভারতের থেকে ৩৩৩ রানে এগিয়ে। বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের শেষ দিন ৪১ রান নিয়ে নাথান লিয়ঁ ও ১০ রান নিয়ে স্কট বোল্যান্ড ব্যাট করতে নামবেন। এদিন ভারতের হযে বল হাতে সফল সেই যশপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে চর উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও চার উইকেট তুলে নিলেন তিনি। তিন উইকেট নিলেন মহম্মদ সিরাজ। এক উইকেট রবীন্দ্র জাডেজার। শেষ দিন ভারতের লক্ষ্য থাকবে প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করে দেওয়া।
তার পরও একদিনে প্রায় সাড়ে তিনশো রান তাড়া করে জেতাটা কঠিন তো বটেই। অস্ট্রেলিয়ার লক্ষ্য থাকবে ১০ উইকেট তুলে নেওয়া। চতুর্থ দিন যা দেখা গেল, একদিনে চার উইকেট তুলে নেওয়াটা কঠিন নয় কিন্তু ভারতীয় ব্যাটাররা কী চিন্তাভাবনা নিয়ে শেষ দিন মাঠে নামবেন সেটা অনেক বড় প্রশ্ন। জয়ের চেষ্টা থাকলেও সেটা কঠিন, সেই অবস্থায় ম্যাচ প্রতিপক্ষকে উপহার দেওয়া যাবে না। অবশ্যই সেই পরিকল্পনাই করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার