Wednesday, January 15, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটBorder-Gavaskar Trophy: অস্ট্রেলিয়াকে ১৮১-তে আটকে শেষ টেস্টে পন্থের ব্যাটে ঘুরে দাঁড়াল ভারত

Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়াকে ১৮১-তে আটকে শেষ টেস্টে পন্থের ব্যাটে ঘুরে দাঁড়াল ভারত

অলস্পোর্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম ম্যাচের প্রথম ইনিংস যেখানে শেষ করেছিল ভারত অস্ট্রেলিয়ায় আলাদা কিছু উচ্চতায় পৌঁছতে পারল না। বরং ভারতের থেকে ৪ রান পিছিয়েই প্রথম ইনিংস শেষ করল অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন বুমরাহ। প্রথমে ব্যাট করে ভারতের ব্যাটিং গুটিয়ে যায় ১৮৫ রানে। প্রথম দিনেরর সেষ ১৫ মিনিট ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। দিনের শেষ বলে আউট হন অজি ওপেনার উউসমা খোয়াজা। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন ৯-১ নিয়ে ব্যাট করতে নেমেছিল হোম টিম। ক্রিজে ছিলেন স্যাম কনস্টাস। তাঁর সঙ্গে দিনের শুরুতে ব্যাট করতে নামেন মমার্নাস লাবুশেন। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ১৮৫ রানের লক্ষ্যে ১৮১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দিনের শেষে ভারত ১৪৫ রানে এগিয়ে।

প্রথম দিন উসমান খোয়াজা আউট হন ২ রানে। এর পর দ্বিতীয় দিন স্যাম কনসস্টাস ২৩, লাবুশেন ২, স্টিভেন স্মিথ ৩৩, ত্রাভিস হেড ৪ রান করে আউটট হন। এই টেস্টেই অভিষেক হয়েছে বিউ ওয়েবস্টারের। তাঁর সামনে নিজেকে প্রমাণ করার একটা চেষ্টা থাকবে এটাই স্বাভাবিক। চতুর্থ টেস্টে অভিষেক হওয়া কনস্টাস প্রথম ইনিংসেই নিজেকে প্রমাণ করেছিলেন। এদিন প্রমা করলেন ওয়েবস্টারও। একমাত্র তাঁর ব্যাট থেকেই এল হাফ সেঞ্চুরি। ৫৭ রানের ইনিংস খেললেন তিনি।

এছাড়া অ্যালেক্স ক্যারি ২১, প্যাট কামিন্স ১০, মচেল স্টার্ক ১, স্কট বোল্যান্ড ৯ রান করে আউট হলেন। ৭ রানে অপরাজিত থাকলেন নাথান লিয়ঁ। মাত্র ৫১ ওভার খেলে ১৮১ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতের হয়ে এদিন বল হাতে সফল প্রায় সকলেই। একমাত্র কোনও উইকেট পেলেন না রবীন্দ্র জাডেজা। তিনটি করে উইকেট পেলেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণ। দুটো করে উইকেট নিলেন যশপ্রীত বুমরাহ ও নীতীশ কুমার রেড্ডি।

টি ব্রেকেই ব্যাট করতে নেমে পড়তে হয় ভারতকে। বোলিং পিচে দ্বিতীয় ইনিংসে কত রান তুলতে পারবে ভারত তা সময়ই বলবে কিন্তু শুরুতেই দুই ওপেনার ফির গিয়ে আবারও বড় ধাক্কা খায় ভারতের ব্যাটিং। আবারও ব্যর্থ কেএল রাহুল। ওপেন করতে নেমে মাত্র ১৩ রানে ফিরে গেলেন তিনি। আর এক ওপেনার যশস্বী জয়সওয়াল একটু বেশি সময় চেষ্টা করলেন ঠিকই কিন্তু তিনিও ২২ রান করে আউটট হয়ে গেলেন। আবারও ভরসা দিতে পারলে না বিরাট কোহলি (৬), শুভমান গিল (১৩)।

দুই ওপেনার ও বিরাট কোহলি স্কট বোল্যান্ডের শিকার। প্রথমম ইনিংসেও তাঁর চার উইকেটের মধ্যে ছিলেন যশস্বী ও বিরাট। নবাগত ওয়েবস্টার ব্যাটে রানের সঙ্গে ঝুলিতে উইকেটও পুড়ে নিলেন শুভমান গিলকে ফিরিয়ে। ৭৮ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় ইনিংসের হাল ধরতে নামেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা। পন্থ শুরু থেকেই টি২০-র ঢঙে ব্যাট চালাতে শুরু করেন। যার ফল ২৯ বলে বাউন্ডারি হাঁকিয়ে হাফসেঞ্চুরি করে ফেললেন পন্থ। ৩৩ বলে ৬১ রান করে ফিরলেন তিনি। এরপর নীতীশ রেড্ডি ফিরলেন ৪ রানে। তাঁকেও ফেরালেন বোল্যান্ড।

অস্ট্রেলিয়ার হয়ে এই ইনংসেও চার উইকেট নিলেন স্কট বোল্যান্ড। একটি করে উইকেট প্যাট কামিন্স ও বিউ ওয়েবস্টারের। দিনের শেষে ৮ রানে রবীন্দ্র জাডেজা ও ৬ রানে ওয়াশিংটন সুন্দর ক্রিজে রয়েছেন। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩২ ওভার ব্যাট করে ভারত ১৪১-৬।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments