অলস্পোর্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শেষ হয়ে গেল তিন দিনেই। ২০২০-তে দিন-রাতের টেস্টে লজ্জার হারের বদলা নেওয়া হল না ভারতের। এবার ৩৬ রানে অলআউট না হলেও প্রথম ইনিংসে ১৮০-র পর দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে অলআউট হয়ে গেল ভারতের তারকাখচিত দল। যার ফল দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯ রান করেই জয় তুলে নিল অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে দাপটের সঙ্গে জয়ের পর দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে হারের মুখ দেখতে হল, যেটাও লজ্জার এই ভারতীয় দলের জন্য। এই মুহূর্তে ১-১।
প্রথম ইনিংসে ভারত ৪৪.১ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায়। সেখানে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত রান ৪২, করেন সাত নম্বরে নামা নীতীশ কুমার রেড্ডি। এক কথায় পুরো ব্যাটিং ইউনিট ব্যর্থ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট নেন মিচেল স্টার্ক। কিন্তু প্রথম ইনিংসে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব আশাব্যঞ্জক না হলেও তিন ও পাঁচ নম্বরে নামা মার্নাস নাবুশেন ও ত্রাভিস হেড খেলার হাল ধরেন। যার ফল ভারতের দলগত ১৮০-র জবাবে একাই ১৪০ রান করেন হেড। ম্যাচের সেরাও তিনি। যার ফলে দলগত রান পৌঁছে যায় ৩৩৭ রানে।
প্রথম ইনিংসে ভারতের বোলাররা উইকেট পেলেও ততক্ষণে প্রতিপক্ষের রান অনেকটাই এগিয়ে গিয়েছে। যেখানে বুমরাহ ও সিরাজ চারটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসেরই অ্যাকশন রিপ্লে করলেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটাররা। আবারও সেই ব্যাট হাতে ৪২ রান করলেন নীতীশ কুমার রেড্ডি। সেটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান।
তৃতীয়দিন দ্বিতীয় ইনিংসে ১২৮-৫ নিয়ে ব্যাট করতে নেমেছিল ভারত। ক্রিজে ছিলেন ২৮ রানে ঋষভ পন্থ ও ১৫ রানে রেড্ডি। তৃতীয় দিন আর রান যোগ করতে পারেননি পন্থ। নীতীশ ৪২, রবিচন্দ্রন অশ্বিন ৭, হর্ষিত রানা ০, মহম্মদ সিরাজ ৭ রানে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন প্যাট কামিন্স। ৩ উইকোট স্কট বোল্যান্ডের ও ২ উইকেট মিচেল স্টার্কের। জবাবে ব্যাট করতে নেমে নাথান ১০ ও খোয়াজা ৯ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়া ৩.২ ওভারে থামে ১৯-০-এ। ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার