Tuesday, January 21, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটBorder-Gavaskar Trophy 2024: প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৩১১/৬

Border-Gavaskar Trophy 2024: প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৩১১/৬

অলস্পোর্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-এর চতুর্থ ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। কারণ পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট দারুণভাবে জিতে নিয়েছিল ভারত কিন্তু দ্বিতীয় ম্যাচেই ততধিক বড় ব্যবধানের হারের মুখ দেখতে হয়। এর পর ঘুরে দাঁড়ানোর জন্য দুই দলের প্রাথমিক লক্ষ্য ছিল তৃতীয় টেস্ট। কিন্তু বৃষ্টি বিঘ্নিত তৃতীয় টেস্ট শেষ পর্যন্ত ড্রয়ে শেষ হয়। যে কারণে চতুর্থ টেস্টের গুরুত্ব এক ধাক্কায় অনেকটাই বেরে যায়। সিরিজে এগিয়ে যেতে দুই দলই চাইবে এই টেস্ট জিততে। বৃহস্পতিবার মেলবোর্নে চতুর্থ টেস্টের প্রথম দিনই বেশ ঘটনা বহুল। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ‌নিয়েছিল অস্ট্রেলিয়া। দিনের শেষে অস্ট্রেলিয়া ৩১১-৬।

ম্যাচের একদিন আগেই সাধারণত প্রথম একাদশ ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া। সেই মতো দলের মধ্যে সব থেকে বড় চমক ছিল ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসের অন্তর্ভুক্তি। তবে হতাশ করেননি তিনি। উসমান খোয়াজার সঙ্গে ওপেন করতে নামের স্যাম। যখন আউট হন ততক্ষণে তাঁর নামের পাশে লেখা হয়ে গিয়েছে হাফ সেঞ্চুরি। এদিন তিনি ৬৫ বলে ছ’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রানের ইনিংস খেলেন। আর এক ওপেনার উসমান খোয়াজা আউট হন ৫৭ রানে।

এদিন কারও ব্যাটে সেঞ্চুরি না এলেও অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটারের ব্যাট থেকেই হাফ সেঞ্চুরি আসে। যা অস্ট্রেলিয়ার রানকে শুরুতেই অনেকটা এগিয়ে দেয়। এর তিন ও চার নম্বরে নেমে মার্নাস লাবুশেন ৭২ রানে আউট হলেও ও স্টিভেন স্মিথি ৬৮ রান করে এখনও অপরাজিত রয়েছেন। এছাড়া ত্রাভিস হেড ০, মিচেল মার্শ ৪, অ্যালেক্স ক্যারি ৩১ রান করে আউট হন।  অধিনায়ক প্যাট কামিন্স ৮ রানে অপরাজিত রয়েছেন। ৮৬ ওভার খেলে ৩১১-৬ রানে থামে অস্ট্রেলিয়া।

বল হাতে ভারতকে খেলায় ফেরান সেই যশপ্রীত বুমরাহ। ৮৯ রানে ১ উইকেটে থেকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট পড়ে ১৫৪ রানে। তৃতীয় উইকেট যায় ২৩৭ রানে। এর পর পর পর দুই ওবারে ত্রাভিস হেড ও মিচেল মার্শকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন বুমরাহ। যদিও স্মিথ এখনও ক্রিজে রয়ে গিয়েছেন।

তিন উইকেট তুলে নেন যশপ্রীত পবুমরাহ। একটি করে উইকেট নেন আকাশদীপ, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন ভারতের লক্ষ্য থাকবে দ্রুত অস্ট্রেলিয়াকে অলআউট করে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা। তবে ব্যাটাররা নিজেদের সেরাটা না দিতে পারলে একজন বোলারের উপর নির্ভর করে যে ম্যাচ জেতা যায় না তা অজানা নয় রোহিত শর্মাদের।

ভারতের প্রথম একাদশ— যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, আকাশদীপ, মহম্মদ সিরাজ

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments