অলস্পোর্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিন বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। যে কারণে মাত্র ১৩.২ ওভারই খেলা হওয়া সম্ভব হয়। যে কারণে বেশি ওভার খেলার জন্য দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এদিন আর বৃষ্টি সমস্যায় ফেলেনি। দ্বিতীয় দিন রবিবার ২৮-০ থেকে দিন শুরু করে অস্ট্রেলিয়া দিনের শেষে রানের পাহাড়ে। এদিন মোট ৮৮ ওভার খেলা হল এবং আগের দিনের বাকি চার বল। এবং দিনের শেষে অস্ট্রেলিয়ার নামের পাশে ৪০৫-৭।
এদিন জোড়া সেঞ্চুরি দেখল ব্রিসবেন। পিঙ্ক বল টেস্ট দাপটের সঙ্গে জয়ের পর। তৃতীয় ম্যাচেও সেই একই দাপট দেখা যাচ্ছে অজিদের। তৃতীয় দিনের শুরুতে আবার ব্যাট করতে নামবে হোম টিম। প্রথম দিনের শেষে শনিবার ক্রিজে ছিলেন উসমান খোযাজা ও নাথান ম্যাক সোয়েনি। দু’জনে দিনের শুরুতেই ফিরে যান প্যাভেলিয়নে ২১ ও ৯ রা করে। তিন নম্বরে নেমে ১২ রান করে ফেরেন মার্নাস লাবুশেন। দ্বিতীয় দিনের শুরুটা বল হাতে ভালই করছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু সব ভেস্তে দিল স্টিভেন স্মিথ ও ত্রাভিস হেড। ত্রাভিস হেড তো এখন ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি রান করার রেকর্ড করে ফেলেছেন।
৭৫ রানে তিন উইকেট থেকে এই জুটি অস্ট্রেলিয়ার রানকে ৩১৬-তে নিয়ে যান। সকালে প্রথম দুই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে যে ধাক্কা দিয়েছিলেন যশপ্রীত বুমরাহ সেটা এই দু’জনের বিরুদ্ধে কাজে লাগতে অনেক দেড়ি হয়ে গেল। যদিও দুই সেঞ্চুরিয়নকেও ফেরালেন সেই বুমরাহ-ই। এছাড়া নীতীশ কুমার রেড্ডি ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট নিলেন। পাঁচ উইকেট একাই নিলেন বুমরাহ। ভারতীয় বোলিংয়ের কি একমাত্র ভরসা বুমরাহইয় প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তাহে মহম্মদ শামি নয় কেন?
এদিন ত্রাভিস হেড টেস্ট নয়, রীতিমতো টি২০ ইনিংস খেললেন। ১৮টি বাউন্ডারি মেরে মাত্র ১৬০ বলে ১৫২ রান করলেন তিনি। এই বিশাল ইনিংসে একটিও ছক্কা নেই। এক কথয় পরিকল্পনায় মোড়া একটা অসাধারণ ইনিংস। যার প্রশংসা করতেই হবে। তাঁকে যোগ্য সঙ্গত স্মিথের। ১৯০ বলে ১২টি বাউন্ডারি হাঁকিয়ে ১০১ রান করলেন তিনি। তাঁরও ব্যাট থেকে আসেনি একটিও ছক্কা। হেড ৭২ রান নিলেন বাউন্ডারিতে, বাকি ৮০ রান দৌঁড়ে। একইভাবে স্মিথও ৪৮ রান নিলেন বাউন্ডারিতে, বাকি ৫৩ রান দৌঁড়ে। তাঁদের রানিং বিটউইন দ্য উইকেট এবং তাতে দু’জনের তাতে বোঝাপড়া, নিয়ে তো আলোচনা হবেই সঙ্গে ভারতের ফিল্ডিং নিয়েও কথা হবে নিশ্চই।
এর পর মিলেন মার্শ ৫ ও প্যাট কামিন্স ২০ রান করে আউট হয়ে যান। দিনের শেষে ৪৫ রানে অ্যালেক্স ক্যারি ও ৭ রানে মিচেল স্টার্ক ক্রিজে রয়েছেন। ম্যাচে ঘুরে দাঁড়াতে ভারতের সামনেএখনও তিনদিন রয়েছে। তবে এই লড়াইয়ে ব্যাটারদের জ্বলে ওঠার সময় এসেছে, সময় এসেছে কিছু ব্যক্তিগত কৃতিত্বের। পুরো দল যদি একটা যশপ্রীত বুমরাহর দিকে তাকিয়ে বসে থাকে তাহলে বিপদ তো বাড়বেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার