Friday, December 6, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটবর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচের প্রথম দিনই ১৫০-এ ধরাশায়ী ভারত

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচের প্রথম দিনই ১৫০-এ ধরাশায়ী ভারত

অলস্পোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য। যার শুরুটা ভাল হল না। পার্থে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্ত দ্বিতীয় সেশনেই গুটিয়ে যায় ভারতের ব্যাটিং। ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে আট নম্বরেব ব্যাট করতে নামা নীতিশ রেড্ডির ব্যাট থেকে। রোহিত শর্মা শুভমান গিলের অবর্তমানে ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। শুরু থেকেই ভারতের উইকেট পতন শুরু। ৫ রান প্রথম উইকেট থেকে দলগত ১০, ২০ রানের ব্যবধানে নিয়মিত উইকেট পড়তে থাকে ভারতের। যার ফল ৪৯.৪ ওভারেই ১৫০ রানে অলআউট হয়ে যায় ভারত।

শুক্রবার ভারতীয় ওপেনার জয়সওয়াল রানের খাতাই খুলতে পারেননি। কেএল রাহুল ৭৪ বলে ২৬ রান যোগ করেন ঠিকই কিন্তু তিন নম্বরে ব্যাট করতে নামা দেবদূত পাড়িক্কল কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। এর পর পালা ছিল বিরাট কোহলির। যাঁর দিকে তাকিয়ে ছিল পুরো ক্রিকেট বিশ্ব। দীর্ঘদিন ফর্মে নেই তিনি। পুরো নিউজিল্যান্ড সিরিজটাই তিনি ব্যর্থ। এই সিরিজ তাঁর জন্য অগ্নিপরীক্ষা তো বটেই। সেখানে শুরুটা ভাল হল না তাঁর। মাত্র ৫ রান করে ফিরে গেলেন তিনি।

এর পর ঋষভ পন্থ ৩৭, ধ্রুব জুড়েল ১১, ওয়াশিংটন সুন্দর ৪, নীতিশ কুমার রেড্ডি ৪১, হর্ষিত রানা ৭ ও যশপ্রীত বুমরাহ ৮ রান করে আউট হলেন। একটিও বল না খেলে অপরাজিত থাকলেন মহম্মদ সিরাজ। ভারতের উইকেট পড়ল ৫, ১৪, ৩২, ৪৭, ৫৯, ৭৩, ১২১, ১২৮, ১৪৪ ও ১৫০ রানে। অস্ট্রেলিয়ার হয়ে জোশ হেজেলউড ৪ উইকেট নেন। দুটো করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।

জবাবে ব্যাট করতে নেমে আরও বেহাল অবস্থা হয় অস্ট্রেলিয়ার। প্রথম দিনের খেলা যখন শেষ হয় তখন অস্ট্রেলিয়া ৬৭-৭। খেলেছে ২৭ ওভার। অস্ট্রেলিয়ার হয়ে উসমান খোয়াজা ৮, নাথান ১০, মার্নাস লাবুশাগনে ২, স্টিভেন স্মিথ ০, ত্রাভিস হেড ১১, মিচেল মার্শ ৬, প্যাট কামিন্স ৩ রানে আউট হন। দিনের শেষে অ্যালেক্স ক্যারি ১৯ ও মিচেল স্টার্ক ৬ রান করে ক্রিজে রয়েছেন। দ্বিতীয় দিন ৮৩ রানে পিছিয়ে থেকে ও হাতে তিন উইকেট নিয়ে ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া।

এদিন ভারতের হয়ে বল হাতে সফল অধিনায়ক যশপ্রীত বুমরাহ। ১০ ওভারে মাত্র ১৭ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। দুই রান নেন মহম্মদ সিরাজ। এক উিকেটহর্ষিত রানার। এদিন এক সঙ্গে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়ে গেল হর্ষিত রানা ও নীতিশ কুমার রেড্ডির। দু’জনেই ভরসা দিলেন দলকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments