অলস্পোর্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-এর তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ৪০৫-৭-এ থেমেছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং। তৃতীয়দিন তাতে অবশ্য খুব বেশি রান যোগ করতে পারল না অজিরা। টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠানোর নিয়ে প্রভূত সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। এই অবস্থায় প্রথমে ব্যাট করে দুটো সেঞ্চুরি সহযোগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস বড় রানে শেষ করল। তৃতীয় দিন অবশ্য বেশি রান যোগ করতে পারল না অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শুরুতেই মাত্র ৪০ রান যোগ করে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। দিনের শেষে ভারত ৫১-৪।
তৃতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা হয়নি। দ্বিতীয় দিন অবশ্য পুরো সময়ই খেলা হয়, বৃষ্টি কোনও প্রভাব ফেলেনি। এক দিনেই স্টিভেন স্মিথ ১০১ ও ত্রাভিস হেড ১৫২ রানের ইনিংস খেলেন। শুরুতেই তিন উইকেট পড়ে যাওয়ার পর এই দু’জনের ব্যাটে বড় রানে পৌঁছয় অস্ট্রেলিয়া। এর পর ৮৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারি। এদিন ১০ রানে মিচেল স্টার্ক ও ২ রানে নাথান লিয়ঁ আউট হন। দ্বিতীয় দিন পাঁচ উইকেটের পর এদিন আরও এক উইকেট যোগ করেন যশপ্রীত বুমরাহ। এদিন এক উইকেট নেন আকাশদীপ ও মহম্মদ সিরাজ। মোট দুই উইকেট নিলেন সিরাজ।
প্রথম ইনিংসে ৪৪৫ রানের অস্ট্রেলিয়ার দেওয়া লক্ষ্য়ে ব্যাট করতে নেমে শুরুতেই জোড] ধাক্কা খায় ভারতীয় ব্যাটিং। প্রথম টেস্টে দলে ছিলেন না রোহিত শর্মা. সে কারণে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন কেএল রাহুল। এবং রানও পেয়েছিলেন দু’জনেই। যে কারণে দ্বিতীয় টেস্টে হঠাৎ এসে সেই ওপেনিং জুটি ভাঙতে চাননি ভারত অধিনায়ক। পিঙ্ক বল টেস্টে সেই ওপেনিং জুটির ব্যর্থতার পর ভাবা হয়েছিল, তৃতীয় টেস্টে ওপেন করতে দেখা যাবে রোহিতকে। কিন্তু তেমনটা হল না। এদিনও ছ’নম্বরে ব্যাট করতে নামলেন রোহিত শর্মা।
ওপেন করতে নেমে মাত্র ৪ রান করেই ফিরে গিয়েছিলেন যশস্বী। শুভমান গিল ১ রান করে আউট হন। তিনিও চোটের জন্য ছিলেন না প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্ট থেকে দলে ফিরলেও এখনও নিজের সেরাটা দিতে পারেননি। এছাড়া বিরাট কোহলি ৩ ও ঋষভ পন্থ ৯ রান করে আউট হয়ে যান। ১৭ ওভারই খেলা হয়েছিল বৃষ্টি এসে আবার দিনের খেলা ভেস্তে দেয়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তৃতীয় দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেয় আম্পায়ার। দিনের শেষে ৩৩ রান করে ক্রিজে রয়েছে কেএল রাহুল ও রানের খাতা না খুলে রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার রানের কাছাকাছি পৌঁছতে হলে এই জুটিকে বড় রানে পৌঁছতেই হবে। বিশ্ব টেস্ট সিরিজের জন্য এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া ভারতের জন্য খুবই জরুরী।
অস্ট্রেলিয়ার হয়ে জোড়া উইকেট নেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট নেন জোশ হেজেলউড ও প্যাট কামিন্স।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার