Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটBorder-Gavaskar trophy 2024: বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন ভারতকে লড়াইয়ে ফেরাল সুন্দর-রেড্ডি...

Border-Gavaskar trophy 2024: বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন ভারতকে লড়াইয়ে ফেরাল সুন্দর-রেড্ডি জুটির ব্যাট

অলস্পোর্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-এর চতুর্থ তথা বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন ভারত ব্যাট করতে নেমেছিল ৪৬ ওভারে ১৬৪-৫ নিয়ে। ক্রিজে ছিলেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা। ভারতের টপ অর্ডার একমাত্র যশস্বী জয়সওয়াল ছাড়া হতাশ করার পর মিডল অর্ডারের এই দুই ব্যাটারের উপর ভরসা রাখাই যায়। কিন্তু তাঁরাও হতাশ করলেন। তৃতীয় দিনের শুরুতেই বিদায় নিলেন তাঁরা। তার আগের দুই দিনের প্রথম দিন দুরন্ত ব্যাট করে ভারতের সামনে শুরুতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের প্রথমাংশে ব্যাট করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছিল ৪৭৪ রানে। যা ভারতের জন্য সহজ ছিল না। শেষের দিকে ওয়াশিংটন সুন্দরের ৫০ এবং নীতীশ কুমার রেড্ডির অপরাজ ১০৫ রানের সৌজন্যেও ১১৬ রানে পিছিয়েই খারাপ আলোর জন্য তৃতীয় দিন শেষ করতে হল ভারতকে।

বিরাট রান তাড়া করতে নেমে প্রথম দিন ভারতকে সব থেকে বেশি হতাশ করেছিল ওপেনার যশস্বী জয়সওয়ালের রান আউট। ৮২ রানে রান আউট হয়ে যান তিনি। যা নিয়ে অনেক বিতর্ক থাকবে। তবে তিনি সেঞ্চুরি সম্পূর্ণ করতে পারলে ভারতের রানের গতি আরও বাড়তে পারত। রোহিত শর্মা ৩ ও কে রাহুল ২৪ রানে আগেই ফিরে গিয়েছিলেন। বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১০২ রানের পার্টনারশিপ গড়েন জয়সওয়াল। বিরাট আউট হন ৩৬ রানে। আকাশদীপ নাইট ওয়াচম্যাচ হিসেবে নেমে রানের খাতা খুলতে পারেননি। এর পর তৃতীয় দিন ব্যাট করতে নেমে ২৮ রানে পন্থ ও ১৭ রানে জাডেজা ফিরে যান প্যাভেলিয়নে ফিরে যান। সেখান থেকেই ভারতের ব্যাটিংযের হাল ধরেন নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।

বর্ডার-গাভাসস্কার ট্রফিতেই ভারতের টেস্ট জার্সিতে অভিষেক হয়েছে নীতীশের। এই ম্যাচে ওয়াশিংটনকে জায়গা করে দিতে বাইরে রাখতে হয়েছে ইতিমধ্যেই তারকা তকমা পাওয়া শুভমান গিলকে। যা নিয়ে হালকা প্রশ্ন যে ওঠেনি তা নয়। কিন্তু অষ্টম উইকেটের পার্টনারশিপ সব প্রশ্নকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নীতীশকে যোগ্য সঙ্গত সুন্দরের। ১৬২ বলে মাত্র একটি বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। এই নিয়ে চতুর্থ টেস্ট হাফ সেঞ্চুরি করে ফেললেন তিনি। তাঁর পর ব্যাট করতে নেমে কোনও রান না করে ফিরে যান যশপ্রীত বুমরাহ।

সুন্দর আউট হতেই সে়ঞ্চুরির একদম কাছে থাকা নীতীশ কুমারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়। তখন মাত্র সেঞ্চুরি থেকে তিন রান দূরে দাঁড়িয়ে তিনি। বুমরাহ আউট হতে তা আরও কঠিন হয়ে যায়। সবার মুখে তখন টেনশন। সে তিনি নীতীশ কুমার হোক বা গ্যালারিতে বসে তাঁর বাবা, বা উল্টোদিকে ব্যাট করতে নামা মহম্মদ সিরাজ। সিরাজের সামনে তখন ক্রিজে টিকে থাকার চ্যালেঞ্জ শুধুমাত্র নীতীশের সেঞ্চুরির জন্য। যাতে তিনি সফল। ২ রান করে অপরাজিত রয়েছেন সিরাজ। ১৭৬ বলে নীতীশের ১০৫ রানের ইনিংস সাজানো ছিল ১০টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে। চতুর্থ দিনের শুরুতে ৩৫৮-৯ সঙ্গে নিয়ে ভারতের হয়ে ব্যাট করতে নামবেন সিরাজ ও নীতীশ এই লক্ষ্যে যাতে ব্যবধান আরও কিছুটা কমিয়ে আনা যায়।

অস্ট্রেলিয়ান হয়ে তিনটি করে উইকেট নেন পযাট কামিন্স ও স্কট বোল্যান্ড। দুই উইকেট নেন নাান লিয়ঁ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments