অলস্পোর্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের প্রথম দিনই ধরাশায়ী ভারতীয় ব্যাটিং। অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দিয়েও সুরাহা হল না। তাহলে সমস্যাটা কোথায়? মনে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবনা-চিন্তা করার সময় এসেছে। শুক্রবার সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। কিন্তু এই ভারতের জন্য যে কোনও সিদ্ধান্তই কাজে লাগবে না তা প্রমাণ হয়ে গেল। সে সিদ্ধান্ত প্রতিপক্ষ দলেরই হোক বা নিজেদের। আসল ভুলটা কোথায় হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে টিম ম্যানেজমেন্টকে। কঠিন প্রতিপক্ষ, কঠিন পিচ না সামলাতে পারলে আর প্রথম সারির দল হয়ে কী লাভ। প্রথম দিনই ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ১৮৫ রানে। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে ৯-১। দিনের শেষ বলে খোয়াজাকে ফেরান যশপ্রীত বুমরাহ।
চতুর্থ টেস্ট ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের জন্য খুবই হতাশার ছিল। দুই ইনিংসেই ৮০-র ঘরে রান করে অন্যের ভুলে তাঁকে আউট হতে হয়েছিল। অল্পের জন্য দুটো সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল তাঁর। এদিন মাত্র ১০ রানেই ফিরে গেলেন তিনি। এদিকে অধিনায়ককে বিশ্রাম দিয়ে যাঁকে আবার ওপেনিংয়ে তুলে আনা হল সেই কেএল রাহুলকে নিয়েও প্রশ্ন তোলার সময় এসেছে রোহিত, বিরাটদের পাশাপাশি। এই পরিস্থিতিতে অনেকবেশি দায়িত্বশীল হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মাত্র ৪ রান করে ফিরে গেলেন তিনি।
এর পরেও ভারতের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। কারণ এই ভারতীয় দলে সাত নম্বর পর্যন্ত রীতিমতো সবাই ভাল ব্যাটার। আটে ওয়াশিংটনের মতো অলরাউন্ডার। গত ম্যাচে অলরাউন্ডারকে জায়গা করে দিতে শুভমানকে বাইরে বসতে হয়েছিল। কিন্তু রোহিতকে বিশ্রামে পাঠাতেই তিনি আবার দলে ফিরলেন। কিন্তু দলে ফিরে কী করলেন? যখন ওপেনাররা দ্রুত ফিরে যায় তখন দলের তিন ও চার নম্বের উপর সেই দায়িত্বটা এসে পড়ে, দলের রানের ভিত তৈরি করার। কিন্তু তিন নম্বরে নেমে ২০ রানে ফিরে গেলেন শুভমান। চার নম্বরে দেশের তারকা ব্যাটার বিরাট কোহলির সংযোজন ১৭ রান।
প্রথম চার ব্যাটার হতাশ করলে তার প্রভাব যে পুরো দলের উপর গিয়ে পড়বে তা খুবই স্বাভাবিক। তবুও পাঁচ ও ছয় নম্বরে যখন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা, তখন আশাটা দীর্ঘায়িত হয় বৈকি। কিন্তু তাঁরাই বা কী করলেন। ব্যক্তিগত সর্বোচ্চ রান এল পন্থের ব্যাট থেকেই কিন্তু সেটা মাত্র ৪০। টেস্ট ক্রিকেটে পাঁচ নম্বরে নেমে ৪০ রানের ইনিংস, যখন দলগত ৭২ রানে চার উইকেট চলে গিয়েছে তখন তা একদমই যথেষ্ট নয়। জাডেজা ফিরলেন ২৬ রানে। এছাড়া নীতীশ রেড্ডি ০, ওয়াশিটংন সুন্দর ১৪, প্রসিধ কৃষ্ণা ৩ ও যশপ্রীত বুমরাহ। ২২ রানে ফিরলেন। ৩ রানে অপরাজিত থাকলেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট নিলেন স্কট বোল্যান্ড। তিন উইকেট মিচেল স্টার্কের। দুই উইকেট নিলেন প্যাট কামিন্স ও এক উইকেট নাথান লিয়ঁর। ৭২ ওভার খেলে ১৮৫ রানে অল আউট ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২ রানে যশপ্রীত বুমরাহর বলে কেএল রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন উসমান খোয়াজা। ৭ রানে ক্রিজে রয়েছেন কনস্টাস। দিনের শেষে তিন ওভার খেলে ভিতরের থেকে ১৭৬ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।
প্রথম ম্যাচের পর আবার অধিনায়কত্বে ফিরলেন যশপ্রীত বুমরাহ। সিরিজের প্রথম ম্যাচে ভারতের দুরন্ত জয় আশাটা বাড়িয়ে দিয়েছিল। তাঁর অধিনায়কত্বেই ২৯৫ রানে জিতে অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল ভারত। কিন্তু তার পরটা পুরোই হতাশার। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে জয়ে ফেরে অসিরা। ১০ উইকেটে হারের মুখ দেখতে হয় ভারতকে। কোনওরকমে বাঁচে ফলোঅন। তৃতীয় ম্যাচ বাঁচিয়ে দেয় বৃষ্টি। ম্যাচ ড্র হয়। আর বক্সিং ডে টেস্ট তো এখনও সবার স্মৃতিতে তাজা। যে ম্যাচ ড্র রেখে ফেরা যেত সেই ম্যাচ ভারতীয় ব্যাটিংয়ের কল্যাণেই হারতে হয়েছে ভারতকে। পঞ্চম ম্যাচ এখনও চারদিন রয়েছে হাতে।। ঘুরে দাঁড়ানোর অনেক জায়গা রয়েছে। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জয়ের একাধিক উদাহরণ রয়েছে ভারতীয় দলেরই। তাই আশা রাখাই যায়।
ভারতীয় দল: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, প্রসিধ কৃষ্ণা, যশপ্রীত বুমরাহ, মহমম্দ সিরাজ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার