অলস্পোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড চোট কাটিয়ে ব্রিসবেনে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সতীর্থ পেসার প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের সঙ্গে যোগ দিচ্ছেন। পার্থে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ২৯৫ রানে জয়ের পর পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১০ উইকেটে হেরে যেতে হয়েছে ভারতকে। এই মুহূর্তে সিরিজ ১-১। হ্যাজেলউড পার্থে পাঁচ উইকেট নিয়েছিলেন কিন্তু সাইড স্ট্রেনের জন্য তাঁকে পিঙ্ক বল টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল। স্কট বোল্যান্ড তাঁর পরিবর্ত হিসেবে নেমেই সাফল্য তুলে নিয়েছিলেন। তবে এক ম্যাচ খেলেই তাঁকে বাইরে বসতে হচ্ছে।
“জশ হ্যাজেলউড ফিরে এসেছেন। তার কোনও সমস্যা নেই, গতকাল এবং কয়েকদিন ধরেই তিনি খুব ভাল বল করেছে। তিনি এবং মেডিকেল টিম অত্যন্ত আত্মবিশ্বাসী,” অধিনায়ক কামিন্স সাংবাদিকদের বলেছেন।
শনিবার থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে দলে আর কোনও পরিবর্তন করছে না অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।
কামিন্স স্বীকার করেছেন যে বোল্যান্ডকে বাদ দেওয়া কঠিন ছিল, কিন্তু হেডেলউড ফিরলেও তাঁর সামনে এখনও এই সিরিজে খেলার সুযোগ রয়েছে। “এটি কঠিন ছিল, কারণ অ্যাডিলেডে দুর্দান্ত ছিল,” ৩৫ বছর বয়সী সিমার সম্পর্কে বলেন অধিনায়ক।
“দুর্ভাগ্যবশত গত ১৮ মাস তাকে বেঞ্চেই মোটামুটি সময় কাটাতে হয়েছে। এবং যখনই তিনি খেলেছেন, তিনি দুর্দান্ত ছিলেন।’’
তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশ:
নাথান ম্যাকসুইনি, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার