অলস্পোর্ট ডেস্ক: ভারত তথা বাংলার উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা বিদায় জানাতে চলেছেন ক্রিকেটকে। বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ দিয়েই তাঁর বর্ণাঢ্য কেরিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। যিনি তাঁর গৌরবময় কেরিয়ারের ফাইনাল ম্যাচ খেলতে নামলেন বৃহস্পতিবার। তার আগে এদিন ইডেন গার্ডেনে সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় তাঁকে সংবর্ধিত করেন।
ঋদ্ধিমান, যিনি পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের পরে তাঁর খেলোয়াড় কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করবেন। ঘরের মাঠ, প্রিয় ইডেন গার্ডেনেই বাংলার হয়ে গেলে শেষ করবেন। মাঝে কয়েক মরসুমের জন্য বাংলা ছেড়েছিলেন অভিমানে, কিন্তু ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছিল বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা। তার পর থেকে বাংলার হয়েই খেলেছেন শিলিগুড়ির ছেলে।
এদিন ম্যাচ শুরুর আগে, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঋদ্ধিমানকে অভিনন্দন জানিয়ে বলেন, “এটি একটি দুর্দান্ত এবং অনুপ্রেরণাদায়ক কেরিয়ার ছিল। ২০০৭ সালে তার অভিষেক এবং এই দীর্ঘ সময় চালিয়ে যাওয়া অবিশ্বাস্য। আমি তাকে অভিনন্দন জানাই এবং তার মঙ্গল কামনা করি।”
ঋদ্ধিমানকে সিনিয়র দলের সদস্যদের কাছ থেকে একটি স্বাক্ষরিত বাংলা দলের জার্সি, একটি ফুলের তোড়া এবং একটি শাল উপহার দেওয়া হয়। তার পরই বাংলার হয়ে শেষ ম্যাচ খেলতে নেমে পড়েন তিনি।
ছবি: সিএবি
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার