অলস্পোর্ট ডেস্ক: রিংকু সিং একজন বিস্ফোরক ব্যাটার হিসাবে নিজের নাম তৈরি করে ফেলেছেন এবং শুক্রবার রায়পুরে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তার অন্যথা হয়নি।ভারতের জয়ের পিছনে তাঁর ২৯ বলে ৪৬ রান বড় ভূমিকা নিয়েছিল। তাঁর পুরে ইনিংসটি দুর্দান্ত শটে ভরা থাকলেও, যেটি সবার নজর কেড়ে নিল তা হল ম্যাথু শর্টের বলে একটি দুর্দান্ত সুইচ-হিট।
ভারতের ইনিংসের ১২তম ওভারের সময়, রিংকু থার্ড-ম্যানের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকানোর জন্য একটি নিখুঁত সুইচ-হিট ব্যবহার করেন এবং গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ার সঙ্গে সঙ্গে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের অভিব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এদিকে এদিনের জয়ের সঙ্গেই সিরিজও পকেটে পুড়েছে ভারত। দক্ষিণ আফ্রিকায় আসন্ন সিরিজে জায়গা না হলেও , বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল এই ম্যাচে ১৬ রানে তিন উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেন। তাঁর ফলে ভারত ২০ রানে ম্যাচ জিতে নেয় ।
এটি ছিল ভারতের টানা পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয়। রিংকু সিং ছাড়াও এদিন ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন জিতেশ শর্মা। ১৯ বলে ৩৫ রান করেন তিনি। জবাবে, অস্ট্রেলিয়া ২০ ওভারে সাত উইকেটে ১৫৪ রানে থামে। ভারত একটি ম্যাচ বাকি থাকতে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে । ম্যাথু ওয়েড ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার