অলস্পোর্ট ডেস্ক: দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটল শেষ পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য রোহিত শর্মাকে অধিনায়ক রেখেই ভারতীয় দল বেছে নিল অজিত আগরকরের নেতৃত্বাধিন নির্বাচক কমিটি। চমক দেওয়া হল সহকারি অধিনায়ক নির্বাচনে। চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হল শুভমান গিলকে। সঙ্গে বড় খবর মহম্মদ শামির জন্যও। সুযোগ পেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি দলেও। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছেন তিনি ইংল্যান্ড সিরিজ দিয়ে। দলে জায়গা পেয়েছেন কেএল রাহুলও।
সঞ্জু স্যামসন এবং মহম্মদ সিরাজ হলেন সেই দুই বড় নাম, যাদের এই ভারতীয় দলে রাখা হয়নি। বিশেষ সিরাজ ভারতের সাম্প্রতিক দলের নিয়মিত অংশ ছিলেন, কিন্তু তাকে ব্যাক-আপ হিসেবেও রাখা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করে আবার ভারতীয় নির্বাচকদের নজরে ফিরে এসেছেন শ্রেয়স আইয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফি দলে রাখা হয়েছে তাঁকে। হয়তো এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও ফিরবেন তিনি।
আর যাঁকে নিয়ে সব থেকে বড় সংশয় ছিল সেই য়শপ্রীত বুমরাহকে রাখা হয়েছে দলে। চোটের জন্য বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তিনি। তার পর থেকেই তাঁর চোট নিয়ে চলছে জল্পনা। তবে হাতে এখনও সময় রয়েছে। তার আগে হয়তো ফিট হয়ে উঠবেন বুমরাহ।
“আমরা যশপ্রীত বুমরাহর ফিটনেসের জন্য অপেক্ষা করছি এবং ফেব্রুয়ারির শুরুতে বিসিসিআইয়ের মেডিকেল টিমের কাছ থেকে তার অবস্থা জানতে পারব,” সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেন। তিনি এও জানান, এই একই দল ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলবে, যেখানে বুমরাহর ফিটনেসের কথা মাথায় রেখে ওয়ানডে সিরিজের জন্য হর্ষিত রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দল— রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্যে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং।
হর্ষিত রানা (শুধুমাত্র ইংল্যান্ড সিরিজের জন্য)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার