Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটওডিআই বিশ্বকাপ চলাকালীন চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ কোথায় হবে জানিয়ে দিল আইসিসি

ওডিআই বিশ্বকাপ চলাকালীন চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ কোথায় হবে জানিয়ে দিল আইসিসি

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আবহে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ নিয়ে ‌নতুন ঘোষণা করল আইসিসি। ২০২৫-এর এই টুর্নামেন্ট হোস্ট করবে পাকিস্তান। চলতি বিশ্বকাপ থেকেই মূলত আটটি দল বাছাই করা হবে এই চ্যাম্পিয়নস ট্রফির জন্য। অর্থাৎ, বিশ্বকাপের লিগ পর্বের শীর্ষে যে সাতটি দল শেষ করবে, এবং পাকিস্তান দলকে নিয়ে মোট আটটি দল প্রতিযোগীতায় নামবে। টুর্নামেন্টের টিকিট পাওয়া যাবে চলতি বিশ্বকাপ থেকেই। আইসিসির একজন কর্মকর্তা বলেছেন যে, ‘‘২০২৫-এর আইসিসি চ্যম্পিয়নস ট্রফিতে যোগ্যতা অর্জনের প্রক্রিয়াটি ২০২১-এই আইসিসি বোর্ড জানিয়ে দিয়েছিল।’’

আগামী চ্যাম্পিয়নস কাপের জন্য কোনও আলাদা করে যোগ্যতা অর্জন পর্ব থাকছেনা। যারফলে, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবয়ে, আয়ারল্যান্ডের মতোন দল প্রতিযোগিতায় নামার সুযোগ পাবেনা। একই সঙ্গে বাংলাদেশ, ইংল্যান্ডের মতোন দলগুলিও এবার বিশ্বকাপ পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে অবস্থান করছে। সেখা‌নেই পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে জায়গা বানিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ‌নিউজিলান্ড। তাদের চ্যাম্পিয়নস সফর পাকা মনে হচ্ছে। চতুর্থ জায়গা নিয়ে এখনও লড়াই চলছে। যদিও চতুর্থতে শেষ করার সুযোগ অস্ট্রেলিয়ার অনেক বেশি।  

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বাটলারকে জিঞ্জাসা করা হলে তিনি বলেন, ‘‘হ্যাঁ, এই বিষয়ে আমরা অবগত। এটার থেকে প্রমাণ হয় যে, আমাদের এখনও অ‌নেকটা বেশি খাটতে হবে।’’ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা নিয়ে এই সপ্তাহে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকেও একাধিক প্রশ্ন করা হয়েছে। ওয়ানডে বিশ্বকাপে তাঁর দল সেমিফাইনাল থেকে প্রায় ছিটকে পড়েছে, কিন্ত সাকিব তাও শীর্ষ আটে থাকার আশা রাখছেন। শনিবার নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ হেরে যাওয়ার পর সাকিব বলেন, ‘‘সেমিফাইনালের আশা নেই, সম্ভাবনাও নেই। অন্তত, একটু ভাল খেলার চেষ্টা করছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে শীর্ষ ৮-এর র‍্যাঙ্কিং-এ থাকতে হবে। এখনও তিনটি ম্যাচ বাকি আছে। আমরা চেষ্টা করছি সেই লক্ষ্যেই পৌঁছাবার।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments