অলস্পোর্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের ভেন্যু নির্বাচিত করা হল দুবাইকে। ভারতের সব লিগ ম্যাচের সঙ্গে যদি সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছয় ভারত তাহলে নকআউট পর্বের খেলাগুলো হবে দুবাইয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে শনিবার রাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং তাঁর সংযুক্ত আরব আমিরাশাহী ও শেখ নাহিয়ান আল মুবারকের মধ্যে বৈঠকের পর দুবাইকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। শেখ নাহিয়ান, যিনি বর্তমানে সিন্ধুর ঘোটকি অঞ্চলে ছুটি কাটাচ্ছেন এবং নকভি, যিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও, তিনি পাকিস্তান কর্তৃক আয়োজিত মেগা-ইভেন্টের জন্য লজিস্টিক ও প্রশাসনিক বিষয়গুলো দেখাশোনা করছেন, এদিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে অচলাবস্থা কেটে যাওয়ার পর আইসিসি ঘোষণা করেছে যে ভারত তাদের ৫০ ওভারের ইভেন্টের ম্যাচগুলি আয়োজক দেশ পাকিস্তানের পরিবর্তে একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলবে, যা টুর্নামেন্টের জন্য অনুরূপ ব্যবস্থা হবে। ২০২৭ সাল পর্যন্ত ভারতের আয়োজনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
আইসিসি দ্রুত ইভেন্টের চূড়ান্ত সময়সূচী ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান ৯ থেকে ১০টি ম্যাচ আয়োজন করবে এই ইভেন্টের।
ভারত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে না পারলে ফাইনাল হবে লাহৌরে। সেমিফাইনালের ক্ষেত্রেও একই নিয়ম থাকবে।
হাইব্রিড ব্যবস্থাটি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান), ভারতে আগামী বছরের মহিলা ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রযোজ্য থাকবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার