নিজস্ব সংবাদদাতাঃ এই মরশুমে ৩১ মার্চ শুরু হতে চলেছে নতুন আইপিএল। টুর্নামেন্টকে আরও আধুনিক করতে নতুন নিয়ম চালু করেছে বোর্ডা। যা যা নিয়ম নতুন আনা হচ্ছে তা ক্রিকেটের ইতিহাসে আগে কখনও হয়নি। কী কী নতুন নিয়ম আনা হয়েছে একনজরে দেখে নেওয়া যাক।
টসের পরেও প্লেয়িং ইলেভেনে পরিবর্তন আনতে পারবেন দলের অধিনায়ক। অর্থাৎ টস জেতা বা হারার পর ঘোষণা করতে পারবেন কোন এগারো জন ক্রিকেটার খেলবেন ওই ম্যাচে। এর আগে কখনও এমনটা দেখা যায়নি। সাধারণভাবে টসের আগেই ক্রিকেটারদের নাম জানিয়ে দিতে হয়। তবে এবার টসের ফল অনুযায়ী দলে পরিবর্তন আনা যাবে।
উইকেটকিপার এবং ফিল্ডার দুর্ব্যবহার করলে পেনাল্টি হিসেবে পাঁচ রান দেওয়া হবে। এছাড়াও ওই ডেলিভারিকে ডেড বল হিসেবে ঘোষণা করা হবে। অর্থাৎ পাঁচ রান পাওয়ার পর ব্যাটার আরও একটা বল খেলার সুযোগ পাবেন।
সমস্ত দলই শুরুতে ১৫ জন ক্রিকেটারের নামের তালিকা তৈরি করবে। যেখানে ৪ জন বিকল্পের মধ্যে ১জন ইমপ্যাক্ট ক্রিকেটার থাকতে পারেন। চার জনের মধ্যে থেকে অধিনায়ক অধিনায়ক যে কোনও একজনকে বেছে ইম্প্যাক্ট ক্রিকেটার করতে পারেন। এছাড়াও প্রতি ওভারে নির্ধারিত সময়ের জন্য ৩০ গজের বাইরে থাকতে পারবেন ৪ জন করে ফিল্ডার। এই নিয়মও এর আগে ছিল না। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, টসের ফলাফল দেখে প্লেয়িং ইলেভেন বাছাই করে ঘোষণা করার নিয়ম বড়সড় প্রভাব ফেলতে পারে আইপিএলের প্রত্যেকটি ম্যাচের ক্ষেত্রে।