Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটচেতেশ্বর পূজারা জবাব দিলেন ব্যাটেই, জায়গা হয়নি ভারতীয় দলে

চেতেশ্বর পূজারা জবাব দিলেন ব্যাটেই, জায়গা হয়নি ভারতীয় দলে

অলস্পোর্ট ডেস্ক: চেতেশ্বর পূজারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নিতে ব্যর্থ। ওয়েস্ট ইন্ডিজ সফরের যে দল হয়েছে তা নিয়ে সমালোচনা চলছেই। আর তার মধ্যেই ব্যাটে নির্বাচকদের জবাব দিলেন পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে সেরা পারফর্মেন্স দিতে পারেননি তিনি। তাঁকে বাদ দিয়ে দলে জায়গা করে নিয়েছেন, যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কওয়াড়। তার মধ্যেই দলীপ ট্রফিতে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে পূজারার দুরন্ত সেঞ্চুরিই জবাব দেওয়ার জন্য যথেষ্ট। যে ইনিংস সাজানো ছিল ১৩টি বাউন্ডারিতে।

এই দুর্দান্ত ইনিংস তাঁকে পৌঁছে দিয়েছে রেকর্ডে। পূজারা ৬০টি প্রথম-শ্রেণীর সেঞ্চুরি করার সঙ্গে পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি বিজয় হাজারেকে। সুনীল গাভাস্কার ও শচীন তেন্ডুলকরের রয়েছে যৌথভাবে ৮১টি সেঞ্চুরি। তালিকার শীর্ষে রয়েছেন তাঁরাই। বর্তমান ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে ৬৮টি সেঞ্চুরি, দ্বিতীয়স্থানে রয়েছেন তিনি।

আগের রাতে পূজারা ৫০ রানে থেমেছিলেন। এদিনের শুরুতেও নিজের ব্যাটিংকে নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি। খুব বেশি সুযোগ নেননি তবে তাঁর ব্যাটিং কৌশলেই বাজিমাত করেছেন তিনি। কিংবদন্তি ভারতীয় ক্রিকেট দলের ওপেনার সুনীল গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে খুশি ছিলেন না।

গাভাস্কার এক সাক্ষাৎকারে বলেন, “কেন তাকে বাদ দেওয়া হয়েছে? কেন তাকে আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা বানানো হয়েছে। সে ভারতীয় ক্রিকেটের একজন অনুগত সেবক। দীর্ঘদিন ধরে ও ভারতীয় ক্রিকেটের সেবা করে চলেছে। একজন অনুগত এবং শান্ত সেবক। যেহেতু তার লক্ষ লক্ষ অনুগামী নেই সোশ্যাল প্ল্যাটফর্মে, তাই বাদ পড়লে তা নিয়ে প্রশ্ন তোলার কেউ নেই, তাই তাকে বাদ দিয়ে দেওয়া যায়।’’

তিনি আরও বলেন, ‘‘এটা বোঝার বাইরের বিষয়। তাকে বাদ দিয়ে অন্য যারা ব্যর্থ হয়েছে তাদের রাখার মাপকাঠি কী? আমি জানি না কারণ, আজকাল মিডিয়ার সঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যানের কোনও যোগাযোগ নেই।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments