অলস্পোর্ট ডেস্কঃ ভাইরাল ভিডিওতে, স্বয়ং ক্যাপ্টেন কুলকে চকোলেট অফার করলেন একজন বিমান সেবিকা। এই ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, একজন বিমান সেবিকা একটি ট্রে-তে কিছু চকোলেট এবং খেঁজুর সাজিয়ে এমএস ধোনি-কে অফার করছেন। কিন্তু চকোলেট ছেড়ে তিনি তুলে নিলেন খেঁজুর।
এই ভিডিও দেখে তাঁর অনেক ভক্তরা বিভিন্ন মজার মন্তব্য করেছেন। যেমন একজন লিখেছেন, “ ওএমজি! পুরো পৃথিবীর মানুষ তাঁর সামনে বাচ্চা হয়ে যায়। “ আবার একজন লিখেছেন ধোনিকে দেখে তাঁরও চকোলেট খেতে ইচ্ছা করছে।
এই ভিডিওতে আরও দেখা যাচ্ছে, ধোনি যাত্রা সঙ্গী তাঁর স্ত্রী সাক্ষী ছাড়াও একটি ট্যাব। আর সেই ট্যাবেই তিনি খেলছেন ক্যান্ডি ক্রাশ। ধোনি যে গেম খেলতে ভালবাসেন এটা অনেকেই জানেন। কিন্তু তিনি যে ক্যান্ডি ক্রাশ খেলেন তা এই প্রথম দেখা গেল। আর সেই ভিডিও সামনে আসতেই বেড়ে গেছে ক্যান্ডি ক্রাশ এর চাহিদা। স্বয়ং মাহি খেলছে বলে কথা। একজন লিখেছেন ,“ এখনই ক্যান্ডি ক্রাশ ডাউনলোড করব এবং আমার মনে হয় এই ভিডিও দেখে নিশ্চয়ই ক্যান্ডি ক্রাশের ডাউনলোড বেড়ে গিয়েছে।”
মহেন্দ্র সিং ধোনি, নামটাই যথেষ্ট তাঁর হাজার হাজার ভক্তদের কাছে। তিনি সারা ভারতবাসীর আবেগ বলা চলে। সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম ধোনি, সে ব্যাপারে কারও কোনও সন্দেহ নেই। ২০০৭-এর টি২০ বিশ্বকাপ , ২০১১-র ওডিআই বিশ্বকাপ কিংবা ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি সব কিছুই দেশবাসীকে উপহার দিয়েছেন অধিনায়ক ধোনি। সারা বিশ্বের কাছে তিনি শুধু ভালবাসাই পাননি, সঙ্গে পেয়েছেন অনেক সম্মান। ২০২০-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর গ্রহন করলেও আজও একইভাবে তিনি সারা দেশবাসীর কাছে জনপ্রিয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার