অলস্পোর্ট ডেস্ক: পেসার স্কট বোল্যান্ড ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির (বিজিটি) আসন্ন অ্যাডিলেড টেস্টে আহত জশ হ্যাজলউডের জায়গায় খেলবেন। পিঙ্ক বল টেস্টের একদিন আগেই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছেন, জানিয়েছে ক্রিকেট ডট কম ডট এইউ। গত ১৮ মাসে অস্ট্রেলিয়ার হয়ে বোল্যান্ডের প্রথম ম্যাচ হবে অ্যাডিলেড টেস্ট। ওয়েবসাইট অনুসারে অধিনায়ক কামিন্সও নিশ্চিত করেছেন যে মিচেল মার্শ অ্যাডিলেড টেস্টে বল করার জন্য তৈরি। বোল্যান্ডের আগের টেস্ট ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে মর্যাদাপূর্ণ অ্যাশেজ ২০২৩। বর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে চোটের পর হ্যাজেলউডের জায়গায় আসবেন ৩৫ বছর বয়সী এই তারকা।
অন্যদিকে, পিঠের স্টিফনেসের সমস্যার পরেও মার্শকে প্রথম একাদশে রাখা হয়েছে, যা তাঁকে পার্থ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে সমস্যায় ফেলেছে। প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে কামিন্স বলেন যে স্কট বোল্যান্ডকে দলে পাওয়াটা অসাধারণ।
এদিকে, আসন্ন গোলাপী বলের টেস্টের জন্য ভারত এখনও তাদের প্লেয়িং ইলেভেনের নাম ঘোষণা করেনি।
অ্যাডিলেড টেস্ট ৬ ডিসেম্বর থেকে শুরু হবে, ভারত প্রথম টেস্টে পার্থের অপটাস স্টেডিয়ামে ২৯৫ রানে জিতে সিরিজে ১-০-তে এগিয়ে রয়েছে। সেই ম্যাচে রোহিত শর্মার অবর্তমানে অধিনায়কত্ব করেছিলেন যশপ্রীত বুমরাহ।
ভারত ২০২০ অ্যাডিলেড গোলাপি-বল টেস্টের ভূত কাটিয়ে উঠতে চাইবে, যেখানে তারা তাদের সর্বনিম্ন টেস্ট স্কোর ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল, সেই সিরিজটি একটি দুঃস্বপ্নের সঙ্গে শুরু হয়েছিল। এবার সেই ইতিহাস বদলাতে চাইবে ভারতীয় ক্রিকেট দল।
দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া প্রথম একাদশ: উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেট কিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার