অলস্পোর্ট ডেস্ক: অনেক আগেই টি২০ বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার শেষদিন জানিয়ে দিয়েছিল আইসিসি। সেই মতো শেষ দুই দিনে সব দেশ তাদের দল ঘোষণা করবে। সবার আগে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল দল ঘোষণা করে দিল দক্ষিম আফ্রিকা। এই দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। ১-২৯ জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে চলা আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর এটিই হবে মার্করামের প্রথম বিশ্বকাপ অ্যাসাইনমেন্ট। দলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার এবং ট্রিস্টান স্টাবস। এছাড়াও দলে দু’জন অনামী টি২০ খেলোয়াড় রয়েছেন। উইকেট-রক্ষক ব্যাটার রায়ান রিকেলটন এবং ফাস্ট বোলার অটনিয়েল বার্টম্যানকে যুক্ত করা হয়েছে।
৩ জুন নিউইয়র্কে শ্রীলঙ্কার বিপক্ষে অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এদিকে, ওয়াল্টার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য একটি অস্থায়ী দলও ঘোষণা করা হয়েছে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে যে টি-টোয়েন্টি সিরিজের জন্য এই দলে পরিবর্তন হবে এবং ম্যানেজমেন্ট যখন আইপিএল খেলোয়াড়দের পাওয়া, না পাওয়া নিয়ে নিশ্চিত হবে তার পরই ফাইনাল দল নিশ্চিত করা সম্ভব হবে।
ওয়াল্টার যোগ করেছেন, “টুর্নামেন্টের জন্য আমাদের প্রস্তুতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে। এই সফরে আমরা দুর্ভাগ্যবশত বেশিরভাগ খেলোয়াড়দের ছাড়াই নামব যারা বর্তমানে আইপিএল খেলছে।”
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর দল: এইডেন মার্করাম, অটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বজর্ন ফরচুইন, রিজা হেন্ড্রিক্স, মার্কো জ্যানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, অ্যানরিচ নর্টজে, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবারিজ শামসি এবং ট্রিস্টান স্টাবস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার