Tuesday, February 18, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটওয়েস্ট ইন্ডিজ নেই বিশ্বকাপ ২০২৩-এ, ৪৮ বছরে এই প্রথম

ওয়েস্ট ইন্ডিজ নেই বিশ্বকাপ ২০২৩-এ, ৪৮ বছরে এই প্রথম

অলস্পোর্ট ডেস্ক: আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নেই ওয়েস্ট ইন্ডিজ । ক্রিকেট বিশ্বের কাছে এটা একটা হতাশার দিন। স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ থেকেই ছিটকে যেতে হল ক্য়ারিবিয়ানদের। দু’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের এবার দেখা যাবে না বিশ্বকাপের আসরে। শনিবার যোগ্যতা নির্ণায়ক ম্যাচের সুপার সিক্সে স্কটল্যান্ডের কাছে সাত উইকেটে হেরে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ক্য়ারিবিয়ানরা। এর পর ১৯৮৩-তে প্রথম হারের মুখ দেখতে হয় ভারতের সামনে। তার পর আর একদিনের বিশ্বকাপ জেতেনি তারা। এবার বিশ্বকাপে খেলার ছাড়পত্রও পেল না।

শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে তাদের চেনা ছন্দে পাওয়া যায়নি। ৪৩.৫ ওভারে ১৮১ রানে অল-আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরে ব্যাট করে সাত উইকেট হাতে নিয়ে ৬.৩ ওভার বাকি থাকতে জয়ের রান তুলে নেয় স্কটল্যান্ড। ম্যাট ক্রস (১০৭ বলে অপরাজিত ৭৪) এবং ব্রেন্ডন ম্যাকমুলেন (১০৬ বলে ৬৯) দ্বিতীয় উইকেটে ১২৫ রান যোগ করে জয় নিশ্চিত করেন।

গ্রুপ এ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে সুপার ওভার এলিমিনেটরের গুরুত্বপূর্ণ লড়াইয়ে হেরে যাওয়ার পর ও জিম্বাবোয়ের কাছে হারের পর, ওয়েস্ট ইন্ডিজ সুপার সিক্স রাউন্ডে কোনও পয়েন্ট এবং নেট রান রেট ছাড়াই পৌঁছে যায়। যেখানে অন্যান্য দলের চেয়ে সব দিক থেকেই পিছিয়ে ছিল তারা। ওয়েস্ট ইন্ডিজ সবসময় অন্য ম্যাচের ফলাফলের উপর নির্ভরশীল ছিল।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র (৩৫ রানে) এবং নেপালকে (১০১ রানে) হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের চার পয়েন্ট ছিল। কিন্তু দলের সব বিভাগের জঘন্য পারফর্মেন্স তাদের বেশি দূর যেতে দিল না। কিন্তু পর পর জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস উভয়ের কাছে হারের পর আর কিছু করার থাকল না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments