অলস্পোর্ট ডেস্কঃ ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী টুর্নামেন্ট দলীপ ট্রফি । ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে যে ক’টি ট্রফি রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রাচীন এই ট্রফি। বলা যায়, রঞ্জি ট্রফির পরেই সব থেকে পুরনো ট্রফি হল এই দলীপ ট্রফি। আসন্ন মরশুমে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামের পাশাপাশি আলুরেই খেলা হবে দলীপ ট্রফির ম্যাচ। এ কথা নিশ্চিত করে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
একটি নির্দিষ্ট মরশুমে গোটা দলীপ ট্রফির খেলা একটি নির্দিষ্ট ভেন্যুতে হচ্ছে দীর্ঘ দিন বাদে। দলীপ ট্রফিতে মোট ছয়টি দল খেলবে। নক আউট ফর্ম্যাটে খেলবে বিভিন্ন জেনের দলগুলো। ২৮ জুন থেকে শুরু হবে এই দলীপ ট্রফির লড়াই। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে এ বারের দলীপ ট্রফি খেলা হবে সাধারণ ভাবে তার নির্ধারিত সময়ের অনেক আগেই। প্রথম দিনে খেলা হবে দু’টি কোয়ার্টার ফাইনাল। প্রথম কোয়ার্টারে আলুরে মুখোমুখি হবে মধ্যাঞ্চল (সেন্ট্রাল জোন) এবং পূর্বাঞ্চল (ইস্ট জোন)।
দ্বিতীয় কোয়ার্টারে মুখোমুখি হবে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল। খেলা হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। ৫ জুলাই হবে প্রথম সেমিফাইনাল। পশ্চিমাঞ্চল মুখোমুখি হবে প্রথম কোয়ার্টার ফাইনালে জয়ীর। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিনাঞ্চল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ীর। দু’টি খেলাই হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। ১২-১৬ জুলাই ফাইনাল খেলা হবে এই চিন্নাস্বামী স্টেডিয়ামেই। বিসিসিআইয়ের ক্রিকেট উন্নয়নের জেনারেল ম্যানেজার আবে কুরুভিল্লা ইতিমধ্যেই বিষয়টি সমস্ত অঞ্চলকে জানিয়ে দিয়েছেন। তাদেরকে নির্বাচক কমিটির বৈঠক ডেকে ১৫ সদস্যের দল নির্বাচন করে এবং সাপোর্ট স্টাফদের নির্বাচন করে ১৫ জুনের মধ্যে কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। পশ্চিমাঞ্চলের দল গঠন করা হবে ১৫ জুন। ভারতীয় সিনিয়র দলের তারকারা এই দলীপ ট্রফিতে খেলেন কিনা, এখন সেটাই দেখার। কারণ ১২ জুলাই থেকে শুরু হবে ভারতের, ওয়েস্ট ইন্ডিজ সফর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার