Friday, November 7, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটডেভিড ওয়ার্নার এখনই অবসর নিচ্ছেন না, ভনের দাবি হেসে ওড়ালেন তিনি

ডেভিড ওয়ার্নার এখনই অবসর নিচ্ছেন না, ভনের দাবি হেসে ওড়ালেন তিনি

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার থেকে ওভালে অ্যাসেজের ম্যাচ শুরু হয়েছে। তার পাশাপাশি শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এই অ্যাসেজ শেষেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন জানিয়েছেন এমনটাই। তাঁর দাবি ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের সময় তিনি এই ‘‘গুঞ্জন’’ শোনেন। ওভালে অ্যাসেজ সিরিজের শেষ টেস্ট খেলেই অবসর নেবেন ওয়ার্নার। শুধু ওয়ার্নারই নন, স্টিভ স্মিথও অবসর নিতে পারেন বলে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন ভন। ওয়ার্নার এদিন ভনের এই দাবি হেসে উড়িয়ে দিয়েছেন।  তবে এও নিশ্চিত করেছেন, পরের বছর টেস্ট ফর্ম্যাট থেকে  অবসর নেবেন তিনি।

“না, আমার এরকম কোনও ঘোষণা নেই,” ওয়ার্নার এক সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। ৩৬ বছর বয়সী ওয়ার্নার গত মাসে জানিয়েছিলেন, পরের মরসুমে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজই হবে তাঁর শেষ টেস্ট সিরিজ। নতুন বছরের শুরুতে সিডনি টেস্টে তিনি এই ফর্ম্যাট থেকে বিদায় জানাতে চান।

ওয়ার্নার বলেন, ‘‘পাকিস্তানের পর আমি আর কোনও টেস্ট ক্রিকেট খেলব না।’’ ভন স্টিভ স্মিথের সম্ভাব্য অবসর নিয়েও কথা বলেছিলেন। ওয়ার্নার সেটা নিয়ে মজা করে বলেন, ‘‘অবশ্যই এটি একটি রসিকতা। আমি এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না।’’

ওয়ার্নার গত সিরিজে খুব ভাল খেলতে পারেননি। অ্যাসেজে চারটি টেস্টে তিনি ২৫.১২ গড়ে ২০১ রান করেছেন। ঝুলিতে একটি হাফ সেঞ্চুরি। ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪৩ এবং ১ রান মাত্র।

ওয়ার্নারের অবসর অস্ট্রেলিয় দলে শূন্যতা তৈরি করবে। তবে ওয়ার্নার নিজেই অস্ট্রেলিয়া টেস্ট দলে নিজের বদলি ওপেনার কে হবে, সেটি  জানিয়েছেন। তাঁর মতে, ভবিষ্যতে ম্যাট রেনশ হতে পারেন তাঁর যোগ্য উত্তরসূরি।

ওয়ার্নার বলেন, ‘‘আমি সব সময়ই মনে করি ম্যাট রেনশ খুবই ভাল খেলোয়াড়। সে দুই ফর্ম্যাটেই খুব সহজে খেলতে পারে। সে লম্বা, তার মধ্যে ম্যাথিউ হেডেনের ছাঁপ রয়েছে। রেনশ তাঁর টেকনিকের উপর কাজ করছে। যদিও সে এখন দলের বাইরে, কিন্তু আমি মনে করি, আমার জায়গাটা নেওয়ার জন্য সে খুবই আদর্শ ক্রিকেটার।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments