Wednesday, February 19, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটপ্লে অফের স্বপ্ন শেষ দিল্লির, চাপে কেকেআর

প্লে অফের স্বপ্ন শেষ দিল্লির, চাপে কেকেআর

অলস্পোর্ট ডেস্কঃ  আইপিএলের প্লে-অফের একটা চিত্র পরিষ্কার হয়ে গিয়েছে। মোটামুটি কোন দলগুলোর আশা শেষ বা শেষের পথে, সেটা বোঝা যাচ্ছে। শনিবার ডাবল হেডার ম্যাচের পর কিন্তু দিল্লি ক্যাপিটালসের আশা একেবারেই শেষ। পঞ্জাব কিংসের কাছে হেরে ক্ষীণ আশাতেও ইতি পড়ে গেল দিল্লির। বরং দিল্লিকে হারিয়ে ভেসে থাকল পঞ্জাব।

অন্য ম্যাচটিতে আবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টস। সেই সঙ্গে তারা লিগ টেবলের চারে উঠে এসেছে। এবং প্লে-অফের দাবীদার হিসেবে নিজেদের জায়গা কিছুটা মজবুত করেছে। এ দিকে খাতায়-কলমে হয়তো প্লে-অফে ওঠার আশা সামান্য হলেও আশা বেঁচে রয়েছে হায়দরাবাদের। কিন্তু তারাও যে কার্যত ছিটকে যাওয়ারই পথে, এটা বলাই যায়। কলকাতা নাইট রাইডার্সের হালও এক। হয়তো এখনই জটিল অঙ্কের বিচারে বলা যাবে না, নাইটরা প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। কিন্তু তাদের আশাও কার্যত শেষ।

বাকি সাতটি দল অবশ্য এখনও প্লে-অফের লড়াইয়ে রয়েছে। তার মধ্যে লিগ টেবলের এক এবং দুইয়ে থাকা গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস প্লে-অফের দরজার সামনেই দাঁড়িয়ে। মুম্বই ইন্ডিয়ান্সও দুই দলের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। বাকিরাও লড়াই চালাচ্ছে।

এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:

) টিমগুজরাট টাইটান্স, ম্যাচ: ১২, জয়: , পরাজয়: , ড্র:, পয়েন্ট: ১৬, নেট রানরেট: .৭৬১

) টিমচেন্নাই সুপার কিংস, ম্যাচ: ১২, জয়: , পরাজয়: , ড্র: , পয়েন্ট: ১৫, নেট রানরেট: .৪৯৩

) টিমমুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ: ১২, জয়: , পরাজয়: , ড্র: , পয়েন্ট: ১৪, নেট রানরেট: –.১১৭

) টিমলখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ১২, জয়: , পরাজয়: , ড্র: , পয়েন্ট: ১৩, নেট রানরেট: .৩০৯

) টিমরাজস্থান রয়্যালস, ম্যাচ: ১২, জয়: , পরাজয়: , ড্র:, পয়েন্ট: ১২, নেট রানরেট: .৬৩৩

) টিমপঞ্জাব কিংস, ম্যাচ: ১২, জয়: , পরাজয়: , ড্র:, পয়েন্ট: ১২, নেট রানরেট: –.২৬৮

) টিমরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ১১, জয়: , পরাজয়: , ড্র:, পয়েন্ট: ১০, নেট রানরেট: –.৩৪৫

) টিমকলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ১২, জয়: , পরাজয়: , ড্র: , পয়েন্ট: ১০, নেট রানরেট:.৩৫৭

) টিমসানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ১১, জয়: , পরাজয়: , ড্র: , পয়েন্ট: , নেট রানরেট: –.৪৭১

১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ১২, জয়: ৪, পরাজয়: ৮, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৬৮৬

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments