Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeআইপিএলধোনি হাঁটুর চোট নিয়ে আইপিএল খেলেছিলেন, জানালেন সিএসকে সিইও    

ধোনি হাঁটুর চোট নিয়ে আইপিএল খেলেছিলেন, জানালেন সিএসকে সিইও    

অলস্পোর্ট ডেস্কঃ চোটকে সঙ্গে করেই আইপিএল খেলেছেন মহেন্দ্র সিং ধোনি । একটি ম্যাচেও বসে থাকতে দেখা যায়নি তাঁকে। কখনও হাতে আইস প্যাক, আবার কখনও হাঁটুতে আইস প্যাক দিতে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। চোট পাওয়ার পরও নিজের দায়িত্ব থেকে সরে যাননি তিনি। দলকে চ্যাম্পিয়ন করেছেন ধোনি। তারপর হাঁটুর অস্ত্রোপচারের জন্যও ছুঁটে গিয়েছেন তিনি।

তবে এবারের আইপিএলের পর ধোনির হাঁটুতে যে অস্ত্রোপচার হল তা কোনও ভাবে প্রভাব ফেলতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে তাঁর এই চোটের জন্য কাউকে কাঠগড়ায় তুলতে চান না প্রাক্তন ভারত অধিনায়ক। এমনটাই জানিয়েছেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন। এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবাই জানতাম ওর খেলতে সমস্যা হচ্ছে। আমরা ধোনিকে কখনোই খেলতে চায় কিনা বা বাইরে বসতে চায়  সেই বিষয়ে কিছু জিজ্ঞাসা করিনি। দলের প্রতি ওর প্রতিশ্রুতিবদ্ধ। ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ওর এই অসাধারণ ক্ষমতার জন্য দল কিভাবে উপকৃত হয় তা সবাই জানে। সেই দৃষ্টিকোণ থেকে মাহির প্রশংসা করতেই হবে।’

এই মাসের শুরুর দিকে মুম্বইতে ধোনি তাঁর হাঁটুর অস্ত্রোপচার করেছেন। এই অস্ত্রোপচার সফল হয়েছে বলেই জানা গিয়েছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে চেন্নাই সুপার কিংসের সিইও ইসএসপিএন ক্রিকইনফোকে জানান, ‘ফাইনাল পর্যন্ত ধোনি কখনই কারও কাছে তার হাঁটুর বিষয়ে অভিযোগ করেননি। যদিও সবাই এই চোটের সম্পর্কে জানত। ওকে দৌড়ানোর সময় লড়াই করতে দেখেছে সবাই। কিন্তু একবারও অভিযোগ করেননি। ফাইনালের পরে ধোনি বলেন, ঠিক আছে, আমি অস্ত্রোপচার করব। ওর অস্ত্রোপচার শেষ হয়েছে, ও বেশ খুশি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেও। আসলে ধোনি আমাদের বলেছিলেন ফাইনাল শেষ হওয়ার পরপরই তিনি মুম্বই যাবেন অস্ত্রোপচার করবেন এবং রাঁচিতে ফিরে আসবেন।’

চেন্নাই সিইও আরও বলেন, ‘মুম্বইয়ের রুতুরাজের বিয়ের পর আমি তাঁকে দেখতে গিয়েছিলাম। এটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল। মাহি ভালই আছে। ও আগে বলেছিল যে তিনি তিন সপ্তাহ বিশ্রাম নেবেন। তারপরে তার রিহ্যাব শুরু করবেন। আমাদের ওকে সেসব কথা মনে করিয়ে দেওয়ার দরকার নেই। ও জানে কী করতে হবে? কীভাবে এই রকম পরিস্থিতি সামলাতে হয়। তাই আমরা ওকে জিজ্ঞাসা করব না।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments