সুচরিতা সেন চৌধুরী: ফর্মেই রয়েছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তাঁর সাম্প্রতিক পারফর্মেন্স তো তেমনটাই দেখা যাচ্ছে। কিছুদিন আগেই আইপিএল ২০২৪-এর ম্যাচ চলাকালীন দীনেশ কার্তিক-কে মজা করে রোহিত শর্মা বলেছিলেন, ‘‘ও বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য খেলছে।’’ সেই সময় হেসে ওড়ালেও বিষয়টা যে সত্যি তা শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগের দিন পরিষ্কার করে দিলেন। বুঝিয়ে দিলেন, ভারতীয় দলের হয়ে খেলাটা যে তাঁর কাছে গর্বের এবং সেই দলে ঢোকার জন্য তিনি সব কিছু করতে পারেন।
যদিও আইপিএল ২০২৪-এ তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত ভাল জায়গায় নেই। সাত ম্যাচে ছ‘টি হার নিয়ে কলকাতার বিরুদ্ধে নামছে তারা। যদিও দীনেশ কার্তিকের পারফর্মেন্স নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না, যেভাবে বিরাট কোহলিও তাঁর খেলা নিয়ে কাউকে সমালোচনার সুযোগ দিচ্ছে না। কার্তিক বলছিলেন, ‘‘ভারতীয় দলের প্রতিনিধিত্ব করাটা সব সময়ই গর্বের। আমি দেশের হয়ে খেলার জন্য সব কিছু করতে পারি।’’ এক কথায় রোহিত শর্মার সেদিনের মজা করে বলা কথাটাই যেন সত্যি করে দিলেন তিনি।
তবে তিনি যতই নিজে ভাল পারফর্ম করুক না কেন দলের খারাপ পারফর্মেন্স নিয়ে প্রশ্নের মুখে তো পড়তেই হবে। যেখানে দু‘জন সিনিয়র প্লেয়ার তিনি এবং বিরাট ভাল খেলছেন সেখানে দল হারছে। টানা পাঁচ ম্যাচে হেরে ইডেনে খেলতে নামছে বেঙ্গালুরু। যে ইডেনে আইপিএল সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির। আর এই ইডেনেই আইপিএল-এর সব থেকে কম রানের রেকর্ডও রয়েছে বেঙ্গালুরুর। সেই অবস্থায় এবার এখান থেকে ঘুরে দাঁড়াতে কী পারবে দল?
তিনি বলছিলেন, ‘‘টি২০ আলাদা ফর্ম্যাটের খেলা। যেখানে ঘুরে দাঁড়ানোর সময় খুব কম পাওয়া যায়। তবে এখন আমরা দলের পজিটিভটা নিয়ে ভাবতে চাই। এখনও এগিয়ে যাওয়ার আশা আমাদের রয়েছে। আমরা বিশ্বাস করি ভাল খেলে ঘুরে দাঁড়াব।’’ তবে তিনি এটাও দাবি করেছেন, ভাল রেজাল্ট পেতে গেলে দলে নানা রকমের চরিত্র দরকার। সব থেকে বেশি দরকার এমন প্লেয়ার যাঁরা ধারাবাহিকভাবে ভাল খেলবে। এই দলে অনেক জুনিয়র রয়েছে বলও নিতি মনে করেন। বলছিলেন, ‘‘আমাদের দলের মধ্যের স্পিরিট খুব ভাল রয়েছে। ফ্লাওয়ার, ফাফ সেরাটা বের করে আনার চেষ্টা করছে। বিরাট দলকে সারাক্ষণ প্রেরণা দেওয়ার চেষ্টা করছে। টিম স্পিরিট ভাল জায়গায় রয়েছে।’’
তবে তিনি এও মেনে নিচ্ছেন এই আইপিএল-এ প্রচুর রান হচ্ছে। যা বৈভব অরোরাও বলে গিয়েছিলেন তাঁর আগে। এটা ঠিকই পর পর রেকর্ড রান হয়েই চলেছে ম্যাচে। কার্তিক বলছিলেন, ‘‘এখনও পর্যন্ত ম্যাচে যে পরিমান রান হয়েছে যা কোথাও কখনও হয়নি। কখনও দেখব ৩০০ রানও হয়ে যাচ্ছে। সেই দিন খুব দূরে নেই। শুধু রান হচ্ছে না, অসাধারণ সব শট খেলা হচ্ছে। ব্যাটিং স্টান্ডার্ড অসাধারণ জায়গায় পৌঁছেছে। ’’
তিনি মনে করেন আইপিএল-এর যে সব প্লেয়াররা টি২০ বিশ্বকাপ খেলবেন তাঁরা এই ফর্ম ধরে রাখতে পারলে ভাল। তবে দুটোর আলাদা খেলা। এবং তা একইরকমভাবে খেলা যাওয়া সম্ভব নয়। বিশ্বকাপের পরিবেশ একদমই আলাদা আইপিএল-এর থেকে। কেকেআরকে আগে থেকে জানাটা কতটা সুবিধে হবে তা নিয়ে তিনি অবশ্য খুব বেশি নিশ্চিত নন বরং বেঙ্গালুরুর হয়ে সেরাটা দিতেই রবিবার মাঠে নামবেন দীনেশ কার্তিক।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার