অলস্পোর্ট ডেস্ক: শনিবার বিজয় হাজারে ট্রফির ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সেঞ্চুরি করে মুম্বই অধিনায়ক শ্রেয়াস আইয়ার আরও একবার বার্তা দিয়ে রাখলেন ভারতীয় নির্বাচকদের। আইয়ার, যাকে আইপিএল মেগ নিলামে পাঞ্জাব কিংস ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল, তিনি এদিন ৫৫ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১০টি ছক্কা এবং পাঁচটি বাউন্ডারি দিয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইয়ারের দুরন্ত ব্যাটিংয়ে মুম্বই ৫০ ওভারে ৩৮২/৪ রানের বিশাল স্কোর করে। ৩০ বছর বয়সী এই তারকা ক্রিকেটার ঘরোয়া মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং সম্প্রতি মুম্বইকে সৈয়দ মুস্তাক আলি ট্রফির শিরোপা জিতেছেন।
২৯.৫ ওভারে মুম্বই ১৪৮/২ নিয়ে আয়ুশ মাত্রে আউট হওয়ার পর আইয়ার ব্যাট করতে নামেন। মাত্রে (৭৮) এবং হার্দিক তামোর (৮৪) দ্বিতীয় উইকেটে ১৪২ রান যোগ করে মুম্বইকে একটি শক্তিশালী ভিত তৈরি করতে সাহায্য করে ।
এর পর ছিল আইয়ারের পালা। তিনি এবং শিবম দুবে একটি বিশাল ১৪৮ রানের জুটি তৈরি করে মুম্বইকে নেতৃত্বে রেখেছিলেন। দুবে মাত্র ৩৬ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন পাঁচটি ছক্কা ও চারের সাহায্যে। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব মাত্র ১৬ বলে ২০ রান করতে পারেন।
এই বছরের শুরুতে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়ার পর আইয়ার নিয়মিত ঘরোয়া ক্রিকেটে ভাল করে চলেছেন।
এদিকে এদিন বাংলাও প্রথম খেলতে নেমেছিল বিজয় হাজারে ট্রফিতে। সেখানে নায়কোচিত ইনিংস খেললেন অভিষেক পোড়েল। প্রথম ম্যাচে দিল্লিকে ৬ উইকেটে হারাল বাংলা। ২৭৩ রান তাড়া করতে নেমে একাই ১৭০ রান করেন অভিষেক। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১৮টি চার ও সাতটি ছক্কায়। ৫১ বল বাকি থাকতে বাংলাকে জেতাতে ১৩০ বলে ১৭০ রান করে অপরাজিত থাকেন বাংলার এই বাঁহাতি ওপেনার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার