অলস্পোর্ট ডেস্কঃ বিশ্বকাপ আয়োজনে কোন ত্রুটি রাখতে চাইছে সম্ভাব্য ভেন্যুগুলোও। যাদের মধ্যে অন্যতম হল কলকাতার ইডেন গার্ডেন্স । রোহিতদের স্বাগত জানাতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ইডেন সংস্কার। একেবারে ঢেলে সাজানো হচ্ছে পরিকাঠামো।
ড্রেসিংরুমের খোলনলচেই পাল্টে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে প্রেস বক্সের। সাংবাদিক সম্মেলন কক্ষকেও ঢেলে সাজানো হয়েছে। সদ্য শেষ হওয়া আইপিএলের আগেই অবশ্য প্রেস বক্স এবং সাংবাদিক সম্মেলনে কক্ষের আমূল পরিবর্তন করা হয়েছিল। এবার পালা স্টেডিয়ামের বাকি অংশের। গ্যালারি সংস্কারের কাজও শুরু হয়ে গিয়েছে। মাস চারেক বাদেই শুরু হবে ওডিআই বিশ্বকাপ। উল্লেখ্য ভারত শেষবার ২০১১ সালে ওডিআই বিশ্বকাপের আয়োজন করেছিল। এরপর ২০১৬ সালে ভারতেই অনুষ্ঠিত হয়েছিল টি-২০ বিশ্বকাপ। ফলে বছর সাতেক বাদে ফের ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ইভেন্ট। এই বছর এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। ইতিমধ্যেই সমস্ত ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার সেই সূচিতেই পড়তে চলেছে আইসিসির শিলমোহর।
জাতীয় দলের ম্যাচ, আইপিএলের ম্যাচ থাকায় তা ক্ষনিকের জন্য থামাতে হয়। এবার ফের জোর কদমে শুরু হয়েছে সেই কাজ। সংস্কার হচ্ছে ডা:বিসি রায় ক্লাব হাউজের গ্যালারি। উল্লেখ্য বিশ্বকাপের কথা মাথাতে রেখেই গত বছরে ইডেন সংস্কারের পরিকল্পনা করেন সিএবির কর্তা ব্যক্তিরা। সাজঘরের মেঝেতে বসবে নতুন মার্বেল এবং টাইলস। ফলস সিলিং, নতুন আলো লাগানো হবে সাজঘরে। আশা করা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই ইডেন সংস্কারের কাজ শেষ হবে। পরিদর্শনে আসবেন আইসিসি এবং বিসিসিআইয়ের কর্তা ব্যক্তিরা। আইসিসির সবুজ সংকেত পেলে তবেই ইডেনে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে। সূত্রের খবর অনুযায়ী ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ম্যাচ হতে পারে ইডেনে। পাশাপাশি হতে পারে একটি নক আউট পর্বের ম্যাচও।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার