অলস্পোর্ট ডেস্ক: শনিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের প্রথম একাদশে একটিই পরিবর্তন আনল ইংল্যান্ড। গাস অ্যাটকিনসনের জায়গায় দলে এলেন পেসার ব্রাইডন কার্স। বুধবার কলকাতায় সিরিজের উদ্বোধনী ম্যাচে সাত উইকেটের শোচনীয় পরাজয়ের পর সফরকারীরা তাদের দলে একটি পরিবর্তন এনেই খেলার ফল বদলাতে চাইছে ইংল্যান্ড। উইকেট-রক্ষক জেমি স্মিথকেও ১২ জন খেলোয়াড়ের দলে যোগ করা হয়েছে।
প্রথম টি-টোয়েন্টিতে, অ্যাটকিনসন তাঁর দুই ওভারে ৩৮ রান দিয়ে ভারতকে সুবিধে করে দেয়। তিনি তাঁর চার ওভারের পুরো কোটা শেষ করতে পারেননি কারণ অভিষেক শর্মার ৩৪ বলে ৭৯ রান ৪৩ বল বাকি থাকতে ভারতের জয়ে সিলমোহর দেয়।
হারের পর, ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছিলেন যে তারা সিরিজের আসন্ন খেলাগুলির জন্য পরিস্থিতি মূল্যায়ন করবে।
দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (ডব্লিউকে), জস বাটলার (সি), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার