অলস্পোর্ট ডেস্ক: অ্যাসেজ ২০২৩-এর প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল হোম টিম। তৃতীয় ম্যাচে হারলেও সিরিজ হেরে যেতে হত। এই অবস্থা থেকেই তৃতীয় ম্যাচ জিতে সিরিজে দারুণভাবে ফিরে এল ইংল্যান্ড। রবিবার তৃতীয় টেস্টের চতুর্থ টিন তিন উইকেটে ম্যাচ জিতে সিরিজ ২-১ করল ব্রিটিশরা। টস জিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে অজিদের প্রথম ইনিংস ২৬৩ রানেই শেষ হয়ে যায়। তবে তার সুবিধে নিতে ব্যর্থ ইংল্যান্ড। তারা প্রথম ইনিংস শেষ করে ২৩৭ রানে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামে। ২২৪-এই শেষ হয়ে যায় তারা। শেষ পর্যন্ত দ্বিকীয় ইনিংসের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় ইংল্যান্ড। ২৫৪-৭-এ শেষ করে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ফ্লপ করার পর মিডল অর্ডারে একাই লড়েন মিচেল মার্শ। ডেভিড ওয়ার্নার ৪, উসমানা খোয়াজা ১৩, মার্নাস লাবুশাগনে ২১, স্টিভ স্মিথ ২২ ও ত্রাভিস হেড ৩৯ রান করে আউট হয়ে যান। উল্টোদিকে যখন প্যাভেলিয়নে ফেরার তাড়া তখন একাই অন্যপ্রান্ত থেকে লড়াই চালিয়ে যান মার্শ। ১১৮ বলে ১১৮ রানের ইনিংস খেলেন তিনি। এর পর অ্যালেক্স ক্যারি ৮, মিচেল স্টার্ক ২, প্যাট কামিন্স ০, টড মার্ফি ১৩ রান করে আউঠ হয়ে যান। ৬০.৪ ওভারে ২৬৩ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট তুলে নেন মার্ক উড। তিন উইকেট নেন ক্রিস ওকস। দুই উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার রানের কাছাকাছি পৌঁছলেও ছাপিয়ে যেতে পারেনি ইংল্যান্ড। জাক ক্রলি ৩৩, বেন ডাকেট ২, হ্যারি ব্রুক ৩, জো রুট ১৯, জনি বেয়ারস্টো ১২, বেন স্টোকস ৮০, মইন আলি ২১, ক্রিস ওকস ১০, মার্ক উড ২৪ ও স্টুয়ার্ট ব্রড ৭ রান করে আউট হয়ে যান।৫২.৩ ওভারে ২৩৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ছয় উইকেট নেন প্যাট কামিন্স। দুই উইকেট মিচেল স্টার্ক। একটি করে উইকেট নেন মিচেল মার্শ ও টড মার্ফি।
দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভাল করতে পারেনি অস্ট্রেলিয়া। দুই ওপেনার উসমান খোয়াজা ৪৩ ও ডেভিড ওয়ার্নার ১ রান করে আউট হয়ে যান। ৩৩ রানের ইনিংস খেলেন মার্নাস লাবুশাগনে। এর পর স্টিভ স্মিথ ২, ত্রাভিস হেড ৭৭, মিচেল মার্শ ২৮, অ্যালেক্স ক্যারি ৫, মিচেল স্টার্ক ১৬, প্যাট কামিন্স ১, টড মার্ফি ১১ রান করে আউট হন। ৬৭.১ ওভারে ২২৪ রানে আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। দু’টি করে উইকেট নেন মার্ক উড ও মইন আলি।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের শুরুটা খুব ভাল না হলেও লক্ষ্যটা সহজ ছিল। যে কারণেই সহজেই সেই লক্ষ্যে পৌঁছে গেল তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার জ্যাক ক্রলি ৪৪ ও বেন ডাকেট ২৩ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে মইন আলি মাত্র ২ রান করেই ফেরেন প্যাভেলিয়নে। এর পর জো রুট ২১, হ্যারি ব্রুক ৭৫, বেন স্টোকস ১৩, জনি বেয়ারস্টো ৫ রান করে আউট হন। ক্রিস ওকস ৩২ ও মার্ক উড ১৬ রান করে অপরাজিত থাকেন। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের জন্য ২৫৪ রান তুলে নেয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট নেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও মিচেল মার্শ। ম্যাচের সেরা হয়েছেন মার্ক উড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





