অলস্পোর্ট ডেস্ক: পরপর তিন ম্যাচ জিতে সিরিজ পকেটে পোড়াই ছিল ভারতের মূল লক্ষ্য। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে নিয়েছিল সূর্যকুমার যাদবের ভারতীয় টি২০ দল। কিন্তু সেই ভারতের বিজয় রথ থামল তৃতীয় ম্যাচে। এগিয়ে থাকলেও এখনই সিরিজ জয় হচ্ছে না ভারতের। বরং ভারতের এই হারে সহজ মনে হওয়া এই সিরিজ নতুন করে আবার চ্যালেঞ্জিং হয়ে দেখা দিতে পারে ভারতের জন্য। হাতে আরও দুই ম্যাচ থাকলেও তার মধ্যে একটি ম্যাচ জিততেই হবে ভারতকে। এদিনও টস জিতে প্রথমে ইংল্যান্ডকেই ব্যাট করতে পাঠিয়েছিলেন সূর্য কুমার। কিন্তু এদিন আর রান তাড়া করে জেতার হল না ভারতের। ২৬ রানে হেরে সিরিজ আপাতত ২-১ ভারতের পক্ষে।
প্রথমে ব্যাট করতে নেমে এদিন প্রথম দুই ম্যাচের থেকে অনেকটাই ব্যাট হাতে ভারতীয় বোলারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ইংল্যান্ড ব্যাটাররা। প্রাথমিকভাবে না পারলেও পরে ভারতীয় বোলিংয়ের হাল ধরেন বরুণ চক্রবর্থী। ওপেনার ফিল সল্ট মাত্র ৫ রান করে আউট হয়ে যান। তবে আর এক দিকে ইংল্যান্ড ব্যাটিংয়ের হাল ধরে রাখেন বেন বাকেট। ২৮ বলে ৫১ রান করে তিনি দলের রানাকে ৭ রানে এক উইকেট থেকে ৮৩ রানে নিয়ে যান।
এছাড়া জোস বাটলার ২৪, হ্যারি ব্রুক ৮, লিয়াম লিভিং স্টোন ৪৩, জেমি স্মিথ ৬, জেমি ওভারটন ০, ব্রাইডন কার্স ৩, জোফরা আর্চার ০ রানে আউট হয়ে যান। আদিল রশিদ ১০ ও মার্ক উড ১০ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানে থামে ইংল্যান্ড। টি২০ ক্রিকেটে ১৭২ যথেষ্ট চ্যালেঞ্জিং টার্গেট তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতের হয়ে বরুণ চক্রবর্থী একাই তুলে নেন ৫ উইকেট। এছাড়া ২ উইকেট নেন হার্দিক পাণ্ড্যে। একটি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি ভারতের। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে দলকে জয় এনে দেওয়া অভিষেক শর্মা ও তিলক বর্মা এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। এছাড়া পর পর তিন ম্যাচেই ব্যাটে ব্যর্থ সঞ্জু স্যামসন। ব্যার্থ সূর্য কুমারও। সঞ্জু ৩, অভিষেক ২৪, সূর্য ১৪ ও তিলক ১৮, ওয়াশিংটন সুন্দর ৬, অক্ষর প্যাটেল ১৫, ধ্রুব জুয়েল ২, মহম্মদ শামি ৬ রানে ফিরে যান প্যাভিলিয়নে। এর পর কিছুটা হাল ধরার চেষ্টা করেন হার্দিক। ৪০ রানে আউট হন তিনি। রবি বিষ্ণোই ১ ও বরুণ চক্রবর্থী ৫ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ১৪৬-৯-এ থামে ভারত।
ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন জেমি ওভারটন। দুটো করে উইকেট নেন জোফরা আর্চার ও ব্রাইডন কার্স। একটি করে উইকেট নেন আলীর রশিদ ও মার্ক উড। ২৬ রানে ম্যাচ জিতে দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ ১-২ করল ইংল্যান্ড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার