অলস্পোর্ট ডেস্ক: একরাশ হতাশা ছাড়া এই ম্যাচ থেকে আর কিছুই জুটল না ভারতের কপালে। লিডসের হেডিংলিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ভারতকে পাঁচ উইকেটে হারের মুখ দেখতে হল। শেষ দিনের শেষ সেশন পর্যন্ত লড়াইয়ের পর, ইংল্যান্ড জয় তুলে নিল। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে পাঁচ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করল হোম টিম। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে ভারত প্রথম দল যারা এক ম্যাচে পাঁচটি সেঞ্চুরি করেও হারের মুখ দেখল। ঋষভ পন্থ উভয় ইনিংসে সেঞ্চুরি করেছেন, অধিনায়ক শুভমান গিল এবং ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল সেঞ্চুরি করেছেন, কিন্তু সবই ব্যর্থ হল দিনের শেষে। ফলস্বরূপ, গিলও অধিনায়ক হিসেবে তাঁর প্রথম টেস্ট হেরেই শুরু করল।
দুরন্ত ব্যাটিং, প্রথম ইনিংস তিনটি সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও জোড়া সেঞ্চুরি এল ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন যশপ্রীত বুমরাহ সঙ্গে রেকর্ডের ছড়াছড়ি, তাও হারতে হল ভারতকে। আর এই হার অনেক প্রশ্ন তুলে দিল নতুনভাবে তৈরি ভারতীয় দল নিয়ে। প্রশ্ন তুলে দিল দলের অন্দরের খিদে নিয়েও। প্রথম ইনিংস এগিয়ে শেষ করার পরও কেন তা ধরে রাখতে পারল না শুভমান গিলের ভারত? কেন হতাশ করলেন ভারতীয় বোলাররা? দ্বিতীয় ইনিংসে কেন উইকেট পেলেন না বুমরাহ? ব্যাট হাতে কেন পুরোপুরি ব্যর্থ দলের লোয়ার অর্ডার?
আগামী কয়েকদিন এমনই প্রশ্ন বানে বিধ্ব হতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এই ম্যাচ শেষে সব থেকে বেশি প্রশ্ন উঠবে করুণ নায়ারের অন্তর্ভুক্তি নিয়ে, যার অবদান ০ ও ২০ রান। প্রশ্ন উঠবে কঠিন ইংল্যান্ড সফরে অনভিজ্ঞ সাই সুধরসনকে নির্বাচন করে এক্কেবারে তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়ে দেওয়া নিয়েও, যাঁর অবদান ০ ও ৩০ রান। আর সব থেকে বড় প্রশ্ন উঠবে ভারতের ফিল্ডিং নিয়েও। কথায় আছে, ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’, কম করে এই ম্যাচে সাতটি ক্যাচ ফেলেছেন ভারতের ফিল্ডাররা, প্রথম ইনিংসে একাই তিনটি ক্যাচ ফেলেছিলেন যশস্বী জয়সওয়াল। যার প্রভাব পড়ল ফলাফলের উপর।
শেষ দিন ৩৫০ রানের লক্ষ্য সহজ ছিল না। জাডেজাকে ছক্কা মেরে জয় এনে দিলেন জেমি স্মিথ। ২১ রান নিয়ে মঙ্গলবার ব্যাট করতে নেমেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ক্রলি ৬৫ রান করে আউট হয়ে গেলেও ক্রিজে টিকে থেকে ১৪৯ রান করে দলকে জয়ের রাস্তায় নিয়ে যান ডাকেট। এর পর ওলি পপ ৮, হ্যারি ব্রুক ০, বেন স্টোকস ৩৩ রান করে আউট হন। ৫৩ রানে জো রুট ও ৪৪ রানে স্মিথ অপরাজিত থাকেন। ৮২ ওভারে ৩৭৩-৫-এ দ্বিতীয় ইনিংস শেষ করে জয়ের হাসি হাসে ব্রিটিশরাঅ।
ভারতের হয়ে দুটো করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও শার্দূল ঠাকুর। এক উইকেট রবীন্দ্র জাডেজার। ম্যাচের সেরা হয়েছেন বেন ডাকেট। এই জয়ের সঙ্গেই সিরিজে ১-০-তে এগিয়ে গেল ইংল্যান্ড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





