অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিংয়ের পরও হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। পাঁচটি সেঞ্চুরি করেও সিরিজে এগিয়ে না যাওয়ার হতাশা তো ছিলই, কিন্তু দ্বিতীয় টেস্ট ভারতের সামনে ঘুরে দাঁড়ানোর। সঙ্গে চ্যালেঞ্জেরও যখন আবহাওয়া যে কোনও সময় বিরূপ হয়ে উঠতে পারে। তার মধ্যেই ব্যাটিংয়ে প্রথম টেস্টের মতো ঝড় তুলতে না পারলেও ভরসা দিলেন যশস্বী, শুভমান। অতীতে দেখা গিয়েছে অধিনায়কত্বে চাপ প্লেয়ারদের থেকে খেলাটাই কেড়ে নেয় কিন্তু শুভমান গিলের জন্য কাহিনীটা একদমই উল্টো। প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় টেস্টেরও প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন তিনি। বুধবার বার্মিংহ্যামে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাট করতে নেমে দিনে শেষে ভারত ৩১০-৫।
এদিন ভারতীয় দলে তিনটি পরিবর্তন করা হয়েছিল। প্রত্যাশামতোই দলে রাখা হয়নি যশপ্রীত বুমরাহকে। তাঁকে ছাড়াই এই ম্যাচে ঘুরে দাঁড়নোর সংকল্পে নেমেছে ভারত। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। এদিন অবশ্য বার্থ রাহুল। ২৬ বল খেলে মাত্র ২ রান করেই ফিরে যান তিনি। তবে লড়াই চালিয়ে যান আর এক ওপেনার জয়সওয়াল। তাঁকে প্রাথমিকভাবে সাহায্য করেন করুণ নায়ার। কিন্তু তিনি ৩১ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। এর পর যশস্বীর সঙ্গে লড়াই শুরু করেন স্বয়ং অধিনায়ক। যেখানে লেখা ছিল আরও একটি অধিনায়কোচিত ইনিংসের ভূমিকা।
যশস্বী ফেরেন ১০৭ বলে ১৩টি বাউন্ডারি হাঁকিয়ে ৮৭ রান করে। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। তবে খেলা চালিয়ে যান শুভমান। জয়সওয়াল আউট হওয়ার পর ঋষভ পন্থ ২৫ ও নীতীশ কুমার রেড্ডি ১ রান করে ফিরে গেলেন শুভমানের সঙ্গে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে নামেন রবীন্দ্র জাডেজা। প্রথম টেস্টে যাঁর পারফর্মেন্স নিয়ে প্রভূত প্রশ্ন উঠেছে। এমনকি অনেকে অবসর প্রসঙ্গও তুলে দিয়েছেন। এক কথায় প্রথম টেস্টে ব্যর্থ তিনি। সেখানে দলের পাশাপাশি এই ম্যাচ তাঁর জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
দিনের শেষে ক্রিকেট রয়েছেন শুভমান গিল ও রবীন্দ্র জাডেজা। ২১৬ বলে ১২টি ছক্কা হাঁকিয়ে ১১৪ রানে অপরাজিত রয়েছেন স্বয়ং অধিনায়ক। অন্যদিকে ৪১ রানে ক্রিজে রয়েছেন জাডেজা। দ্বিতীয় দিন ভারতের রানকে চ্যালেঞ্জিং জায়গায় নিয়ে যেতে ভরসা এই দু’জনই। যদিও ভারতের লোয়ার অর্ডারের সামনেও রয়েছে বড় পরীক্ষা। প্রথমে পুরোপুরি ব্যর্থ তাঁরা। ভারতের হারের দায় দলের ফিল্ডিংয়ের পাশাপাশি ভাগ করে নিতে হয়েছে লোয়ার অর্ডার ব্যাটারদেরও। সেই অবস্থায় শুভমান দ্রুত আউট হয়ে গেলে জাডেজা ছাড়াও ওয়াশিংটন সুন্দর, সিরাজ, কৃষ্ণা, আকাশদীপদের উপর চাপ বাড়বে স্বাভাবিক। সঙ্গে বুমরাহ না থাকায় বোলিংয়ের পুরো চাপটাই রয়েছে তাঁদের উপর। এদিন ইংল্যান্ডের হয়ে দুটো উইকেট নেন ক্রিস ওকস ও একটি করে উইকেট নেন ব্রাইডন কার্স, বেন স্টোকস ও শোয়েব বশির।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





