অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্টের সবে দ্বিতীয় দিনই শেষ হয়েছে, তবে এই টেস্ট ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে ভারত অধিনায়ক শুভমান গিলের নামে। প্রথম দিনই নামের পাশে সেঞ্চুরিটি লিখে নিয়েছিলেন। দ্বিতীয় দিন লিখলেন ডবল সেঞ্চুরি, পেড়িয়ে গেলেন ২৫০ রানের গণ্ডি। একাই কেড়ে নিলেন সব লাইমলাইট। যদিও ব্যাট হাতে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ভরসা দিলেন ভারতীয়রা। এ যাত্রায় মান রাখল লোয়ার অর্ডারও। প্রথম দিন ৩১০-৫-এ। সেই সময় ১১৪ রানে শুভমান গিল ও ৪১ রানে রবীন্দ্রল জাডেজা ব্যাট করছিলেন। দ্বিতীয় দিন জুটিতে সেখান থেকেই শুরু করেছিল যেখানে প্রথম দিন শেষ করেছিল। কিন্তু অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন জাডেজা। তবে থামেননি অধিনায়ক। ৫৮৭ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৫১০ রানে পিছিয়ে দিন শেষ করল ইংল্যান্ড। অনেকেই ফলোঅনের স্বপ্ন দেখছেন।
এদিন ৮৯ রানে জাডেজা ফিরে যাওয়ার পর শুভমানকে সঙ্গ দিতে নামেন ওয়াশিংটন সুন্দর। যোগ্য সঙ্গত তাঁর। ৪২ রানে ফেরেন তিনি। ততক্ষণে বড় রানে পৌঁছে গিয়েছে ভারত। এর পর আকাশ দীপ ৬ ও মহম্মদ সিরাজ ৮ রান করে আউট হন। ৫ রানে অপরাজিত থাকেন প্রসিধ কৃষ্ণা। তবে ম্যাচে ভারতের দাপট প্রতিষ্ঠা করে দিয়েছেন ২৫ বছরের এক অধিনায়ক। মাপা শট আর আসাধারণ ঠান্ডা মাথায় যেন পাড়ার গলি ক্রিকেট খেলছিলেন তিনি। যেখানে কোনও টেনশন নেই। যেখানে এই ম্যাচ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে এসেছিল পাঁচটি সেঞ্চুরি, তার পরও হারতে হয়েছিল দলের বোলিং আর ফিল্ডিং ব্যর্থতার কারণে। যে কারণ এই ম্যাচ জয় ভারতের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। আর সেই মঞ্চ একাই কাঁপিয়ে গেলেন শুভমান গিল।
১১৪ রান নিয়ে শুরু করেছিলেন দ্বিতীয় দিন। প্রথম ম্যাচেও মনে হয়েছিল ডবল সেঞ্চুরি করবেন কিন্তু ১৪৭ রানে আউট হয়ে যান। এবার আর সেই ভুল করেননি তিনি। ৩৮৭ বলে তাঁর ২৬৯ রানের ইনিংস সাজানো ছিল ৩০টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। একরান নিয়ে ডবল সেঞ্চুরি পূর্ণ করলেন। আর তাঁর এই অনবদ্য ইনিংসে দাঁড়িয়ে স্বাগত জানাল পুরো এজবাস্টন। তখন পক্ষ, প্রতিপক্ষের সীমারেখা মুছে গিয়েছে। ইংল্যান্ড সব সময়ই ভালো ক্রিকেটের প্রশংসক তা আরও একবার প্রমাণ হয়ে গেল। রাজার মতো মাঠ ছাড়লেন। সঙ্গে সঙ্গেই দল নিয়ে নেমে পড়লেন ফিল্ডিং করতে। ভারতীয় ক্রিকেটের ব্যাটন যে সঠিক হাতেই রয়েছে তা দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রমাণ করছেন শুভমান। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিলেন শোয়েব বশির। দুই উইকেট ক্রিস ওকস ও জোশ টংয়ের। একটি করে উইকেট নিলেন ব্রাইডন কার্স, বেন স্টোকস ও জোরুট।
এদিন প্রাথমিকভাবে মান রাখলেন বোলাররাও। শুরুতেই ইংল্যান্ড টপ অর্ডারকে জোড় ধাক্কা দিলেন ভারতের বোলাররা। তাঁদের সামনেও নিজেদের প্রমাণ করার বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথম ম্যাচে আঙুল উঠেছে তাঁদের দিকে। তার উপর দলে রাখা হয়নি যশপ্রীত বুমরাহকেও। যার ফলে দায়িত্বও অনেকটাই বেশি। ইংল্যান্ডের দুই টপ ব্যাটার ওপেনার বেন ডাকেট ও তিন নম্বরে নামা ওলি পপকে রানের খাতাই খুলতে দিলেন না আকাশ দীপ। জ্যাক ক্রলিকে ১৯ রানে ফেরালেন মহম্মদ সিরাজ। এদিন করুণ নায়ারের নেওয়া ক্রলির ক্যাচও গত ম্যাচের ভয়ঙ্কর খারাপ ফিল্ডিং থেকে নিজেদের উদ্ধারের প্রতিফলন তো বটেই। ৭৭-৩-এ দ্বিতীয় দিন শেষ করল ইংল্যান্ড। তৃতীয় দিনের খেলার উপর অনেক কিছু নির্ভর করছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





